
ছবি: সংগৃহীত
দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চলচ্চিত্র জগতে নিজের খ্যাতি আরও মজবুত করার অপেক্ষায় আছেন। প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ দিয়ে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার তার দ্বিতীয় সিনেমা ‘সাবা’ মুক্তির জন্য তৈরি হচ্ছে, যা ভিন্ন ধাঁচের গল্প ও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে দর্শকের মনে স্থান করতে যাচ্ছে।
মেহজাবীন ‘সাবা’ সিনেমা নিয়ে বলেন, “এটুকু বলতে পারি, যেকোনো সময় ‘সাবা’ মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমাটি অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা পেয়েছে।”
সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন এবং মেহজাবীন অভিনয় করেছেন সাবা চরিত্রে। উল্লেখযোগ্য যে, ‘সাবা’ ইতোমধ্যে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। মেহজাবীন জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকরা সিনেমাটির গল্প ও অভিনয়কে প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, “দেশের দর্শকরা ভিন্ন ধাঁচের একটি সিনেমা দেখতে পাবেন। এতে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। বিদেশে প্রদর্শিত হওয়ার পর অনেক দর্শক সিনেমার তা বোঝেছেন। আশা করছি দেশের দর্শকও সিনেমাটি দেখলে অনুরূপ অনুভূতি পাবেন।”
ছবিটি সিনেমার গল্প এবং চরিত্রের গভীরতার কারণে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে প্রশংসিত। মেহজাবীন বলেন, “দর্শকরা সিনেমা দেখার পর বুঝবেন কেন এটি এতগুলো উৎসব ও আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা পেয়েছে। এটি একটি সুন্দর গল্প, দর্শককে ভাবাবে এবং প্রভাব ফেলবে।”
এছাড়া, মেহজাবীন চলতি বছরে নিজের ব্যক্তিগত জীবনেও সুখী সময় পার করছেন। সম্প্রতি নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি জানান, সংসারজীবন ভালো যাচ্ছে এবং পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে পারছেন।
বাংলাবার্তা/এমএইচও