
ছবি: সংগৃহীত
চলতি বছরের ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) অধিবেশন সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে, যেখানে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ ভারত ও পাকিস্তানের নেতারা মে মাসের চার দিনের সংঘর্ষের পর প্রথমবারের মতো একই দিনে UNGA তে বক্তব্য রাখছেন।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর অধিবেশনের প্রধান দিনে উচ্চপর্যায়ের বক্তব্যের সময়সূচি অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল বেলায় ভাষণ দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দল পরে ভাষণ রাখবে।
পাকিস্তানি প্রতিনিধিদলে থাকবেন উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি। প্রাথমিক সময়সূচি অনুযায়ী পাকিস্তান ভারতের ভাষণের পর বক্তব্য রাখবে, যা ইসলামাবাদকে নয়াদিল্লির বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুবিধা প্রদান করবে।
জাতিসংঘ কর্মকর্তাদের শেয়ার করা তথ্য অনুযায়ী, প্রথমে ব্রাজিল, এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাষণ দেবেন। এ বছরের UNGA থিম নির্ধারিত হয়েছে: ‘একসঙ্গে আরো ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর ও তার পরেও’। ২৪ সেপ্টেম্বর জলবায়ুবিষয়ক বিশেষ অনুষ্ঠান, এবং ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলোপের আন্তর্জাতিক দিবস উদযাপনের জন্য উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ৮০তম UNGA চলমান গাজা যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং মে মাসের ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক আসর হিসেবে উল্লেখযোগ্য। বিশেষ করে পাকিস্তান তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার অস্থিরতার আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরবে এবং কাশ্মীরসহ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে স্পষ্ট বার্তা দেবে।
বাংলাবার্তা/এমএইচও