
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না। শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।”
সারজিস আলমের এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক মঞ্চে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়েছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ানো যে কোনো ব্যক্তিকে জনগণের সামনে প্রকাশ করা হবে। তার মতে, “জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে, তার আগে নয়।”
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। জনগণ সব দেখছে এবং বিচার করবে।” সারজিসের এই মন্তব্যে প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক নেতাদের সতর্ক করা হচ্ছে এবং জনমতকে সক্রিয়ভাবে টানতে চাওয়ার ইঙ্গিত রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সারজিসের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সামাজিক বার্তা, যা জনগণের সচেতনতা এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে যে সংবেদনশীলতার প্রভাব রয়েছে, তা স্পষ্ট।
এদিকে, সারজিস আলমের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে, এবং সিআইডি তদন্তের নির্দেশ পেয়েছে। এমন পরিস্থিতিতে তার সামাজিক মিডিয়া পোস্ট রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করছে।
বাংলাবার্তা/এমএইচও