
ছবি: সংগৃহীত
দেশব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন উদ্যোগ নিয়েছে। সংগঠনটি দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠিয়েছে। এতে জুলাই মাসে অনুষ্ঠিত পদযাত্রার বিস্তারিত তথ্য ও ছবি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৪ আগস্ট) এনসিপির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির প্রচার ও প্রকাশনা সেল ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে একটি প্রকাশনা বের করার প্রস্তুতি নিচ্ছে। ওই প্রকাশনায় প্রতিটি জেলার পদযাত্রার স্থিরচিত্র, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, স্থানীয় নাগরিকদের প্রত্যাশা ও অভিব্যক্তি, প্রতিটি জেলার নাগরিক সমস্যার চিত্র এবং জেলার ভিত্তিতে এনসিপির অঙ্গীকার তুলে ধরা হবে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “আমরা চাই, এই প্রকাশনার মাধ্যমে দেশবাসী বুঝুক, এনসিপি কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি জেলায় বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে দায়বদ্ধ। এজন্য প্রতিটি জেলার শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা একান্ত জরুরি।”
বার্তায় আরও উল্লেখ করা হয়, তথ্য সংগ্রহের সুবিধার্থে একটি গুগল ডকস লিংক শেয়ার করা হয়েছে। সেখানে নেতাকর্মীদের নিজ নিজ জেলার পদযাত্রার তথ্য, ছবি এবং মতামত জমা দিতে বলা হয়েছে।
বাংলাবার্তা/এমএইচও