
ছবি: সংগৃহীত
কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১১টার দিকে তিনি ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ এর বিশেষ অধিবেশনে উপস্থিত হয়ে রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখেন।
গতকাল থেকে শুরু হওয়া এ আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। সম্মেলনের প্রথম দিনে রোহিঙ্গাদের সঙ্গে এক বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সেশনে অংশ নেন রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, এবং কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে আগত রোহিঙ্গা প্রতিনিধি ও প্রবাসী রোহিঙ্গারা। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলগুলো থেকেও প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ অন্যান্য দল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় সরকারের মধ্যে দৃঢ় সমন্বয় জরুরি। আমরা কেবল মানবিক দিকটিই বিবেচনা করি না, বরং তাদের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে মনোযোগ দিতে হবে।”
এদিনের সেশনে রোহিঙ্গাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তারা নিজেরা নিজের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সেশনে প্রতিটি রোহিঙ্গা প্রতিনিধি তাদের মতামত রাখার সুযোগ পান, যা পরবর্তীতে আন্তর্জাতিক নীতিমালায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে আরো বিস্তারিত কর্মশালা ও বিশেষ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক অর্থায়ন ও সহায়তার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
বাংলাবার্তা/এমএইচও