
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার আসছেন এক ভিন্ন আঙ্গিকের সিনেমায়। তার নতুন সিনেমার নাম ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই দারুণ আগ্রহ তৈরি হয়েছে। কারণ একদিকে এখানে থাকছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প, অন্যদিকে শাকিবের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা।
গত শুক্রবার সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচিত হয়। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। ভক্তরা নতুন সিনেমার লুক ও গল্প নিয়ে আলোচনা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে শাকিবকে বড় বাজেটের কাজ করতে দেখার প্রত্যাশা ছিল ভক্তদের, তাই পোস্টার প্রকাশের মধ্য দিয়েই তারা নতুন করে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ। এর প্রযোজক শিরিন সুলতানা এবং ক্রিয়েটিভ ল্যান্ড। নির্মাতা জানান, ‘এই সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তখনকার সময়কার আন্ডারওয়ার্ল্ড, অপরাধ জগতের উত্থান-পতন, ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, অ্যাকশন এবং আবেগ— সবকিছুই সিনেমাটিতে তুলে ধরা হবে। দর্শকরা একাধারে বিনোদন ও ভিন্ন স্বাদের গল্প উপভোগ করতে পারবেন।’
তিনি আরও বলেন, প্রি-প্রোডাকশনের কাজ এখন দ্রুতগতিতে চলছে। দেশীয় ও আন্তর্জাতিক একাধিক টিম একসঙ্গে কাজ করছে যেন সিনেমাটি শুধু ঢাকাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে।
ছবির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজে এবং জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। ফলে এই সিনেমায় থাকবে শক্তিশালী কাহিনি এবং নিখুঁত চিত্রনাট্যের ছোঁয়া। দুজন অভিজ্ঞ লেখকের সংযুক্তিতে গল্পটি আরও বেশি দর্শকনন্দিত হবে বলে আশা করা হচ্ছে।
সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকার উপস্থিতি। তবে কারা থাকবেন এই তিন চরিত্রে, তা এখনও চূড়ান্ত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। শুটিংয়ের আগে তাদের নাম ঘোষণা করা হবে। গোপনীয়তা বজায় রাখায় দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গেছে।
আগামী নভেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। নির্মাতারা জানিয়েছেন, ঢাকার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু লোকেশন এবং দেশের বাইরের কিছু স্পট বেছে নেওয়া হয়েছে। শুটিং পরিকল্পনায় রাখা হয়েছে আধুনিক প্রযুক্তি, নতুন ধাঁচের সেট ডিজাইন এবং আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি।
সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। ঢালিউডে বড় বাজেট, আন্তর্জাতিক টিম এবং নতুন কনসেপ্টের ছবি খুব কমই হয়। তাই ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। প্রযোজক থেকে শুরু করে ভক্তরা সবাই আশা করছেন, এটি শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হয়ে উঠবে।
বাংলাবার্তা/এমএইচ