
ছবি: সংগৃহীত
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের মহাযজ্ঞ। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা দলটিতে এসেছে একাধিক চমক, সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিভা।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন ক্রিকেটার—উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। এই তিনজন জায়গা করে নিয়েছেন যথাক্রমে দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিমের পরিবর্তে।
রুবাইয়া হায়দার এর আগেও জাতীয় দলে খেলেছেন, তবে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে। ওয়ানডে অভিষেক হয়নি এখনও। ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং দলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই তিনি নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। নির্বাচক প্যানেলের মতে, তার ব্যাটিং ও কিপিং দক্ষতা বিশ্বকাপে কাজে লাগবে।
মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে ডাক পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের নারী ক্রিকেটে বিরল ঘটনা। অফ স্পিনার নিশিতা আক্তার নিশি গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। সেই ম্যাচে তার নিয়ন্ত্রিত বোলিং নজর কাড়ে। বয়সে তরুণ হলেও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর দক্ষতা নির্বাচকদের মুগ্ধ করেছে। তাই একেবারে বিশ্বমঞ্চেই তাকে বাজি ধরেছেন নির্বাচকরা।
আরেক চমক সুমাইয়া আক্তার। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর তার ওয়ানডে অভিষেক হয়েছিল, যদিও সেটিই একমাত্র ম্যাচ ছিল। তবে ঘরোয়া ক্রিকেটে ও ইমার্জিং দলে তার ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স প্রমাণ করেছে, তিনি বড় মঞ্চের জন্য প্রস্তুত। ফলে বিশ্বকাপে তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশের টপ অর্ডারের নতুন ভরসা।
ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণদের দারুণ মিশ্রণ। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন স্পিনার নাহিদা আক্তার। অভিজ্ঞ ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি ও ফাহিমা খাতুনের মতো ক্রিকেটাররা দলে থাকায় ব্যাটিং ও বোলিং বিভাগে ভারসাম্য রক্ষা হয়েছে।
বিশেষ করে স্পিন আক্রমণে থাকবে বৈচিত্র্য—নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও নতুন মুখ নিশিতা আক্তার নিশি মিলে এক শক্তিশালী স্পিন আক্রমণ গড়বে। পেস বিভাগে মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা দায়িত্ব নেবেন।
বাংলাদেশ দলের নির্বাচকরা জানিয়েছেন, বিশ্বকাপের দল গঠন করতে গিয়ে তারা গুরুত্ব দিয়েছেন সাম্প্রতিক পারফরম্যান্স, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং তারুণ্য-অভিজ্ঞতার ভারসাম্যের দিকে।
এক নির্বাচক বলেন— “আমরা চেয়েছি এমন একটি দল করতে, যারা দীর্ঘ টুর্নামেন্টে একদিকে অভিজ্ঞতা দিয়ে ম্যাচ সামলাবে, অন্যদিকে তরুণরা নতুন উদ্যম ও শক্তি যোগ করবে। ঝিলিক, নিশিতা আর সুমাইয়ার অন্তর্ভুক্তি আমাদের পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।”
নারী বিশ্বকাপে বাংলাদেশ এখনো শিরোপার লড়াইয়ে খুব একটা অগ্রসর হতে পারেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে নারী ক্রিকেটারদের ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে। নির্বাচকদের বিশ্বাস, এ বছর দল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা করবে। তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্তি বিশ্বকাপে চমক দেখাতে পারে।
ঘোষিত বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
বাংলাবার্তা/এমএইচ