
ছবি: সংগৃহীত
বাংলাদেশি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী সাম্প্রতিক সময়ে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। কয়েক সপ্তাহ আগেই তিনি কানাডায় সফর শেষে দেশে ফেরেন। সেই ভ্রমণের রেশ কাটতে না কাটতেই আবারও পাড়ি জমান থাইল্যান্ডে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহর থেকে কিছু ঝলমলে ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, রাতের আলোয় সাজানো ব্যাংককের রাস্তাঘাট, উজ্জ্বল আকাশছোঁয়া ভবন আর রঙিন সাজসজ্জায় ভিন্ন এক নগরীর আবহ।
ছবির ক্যাপশনে মেহজাবীন ছোট করে লিখেছেন— “রাতের ব্যাংকক।” পোস্ট করার পরপরই ছবিগুলো ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। অনেকেই মন্তব্যের ঘরে ব্যাংককের সৌন্দর্য নিয়ে আলোচনা শুরু করেন। এর মধ্যে আসিফ হোসেন নামে একজন মন্তব্য করেন— “আপু, রাতের থাইল্যান্ড দেখতে কেমন?” উত্তরে মেহজাবীন লিখেছেন— “দুনিয়ার সেরা।” তাঁর এ উত্তর ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
শুধু থাইল্যান্ড নয়, মেহজাবীন কিছুদিন আগেই ঘুরে এসেছেন কানাডার মন্ট্রিয়েল থেকে। সেখানে তিনি ওল্ড পোর্ট এলাকার ছবি শেয়ার করেছিলেন, যা তার ভক্ত-অনুসারীদের ভীষণ ভালো লেগেছিল। কানাডার ঐতিহাসিক স্থাপনা, নদীর পাড় আর ব্যস্ত নগরের পরিবেশকে তিনি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন। এখন আবার ব্যাংককের রাতের ছবিগুলো ভক্তদের মাঝে নতুন আগ্রহ তৈরি করেছে।
১৯৯১ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন মেহজাবীন চৌধুরী। শৈশবের একটি বড় সময় তিনি কাটিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। পড়াশোনা করেছেন ও-লেভেলে। পরবর্তীতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মেহজাবীন সরাসরি মিডিয়ায় প্রবেশ করেন। তখন থেকে এখন পর্যন্ত প্রায় দেড় যুগ ধরে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।
পাঁচ ভাইবোনের মধ্যে বড় মেয়ে মেহজাবীন শোবিজ দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে।
টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন মেহজাবীন। বিশেষ করে সমসাময়িক সামাজিক গল্প, ভালোবাসা, পরিবারকেন্দ্রিক নাটকে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। শুধু নাটকেই নয়, বিজ্ঞাপনেও সমানভাবে সফল তিনি। বিভিন্ন ব্র্যান্ডের টিভিসি-তে তার উপস্থিতি নজর কাড়ে।
গত বছর শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার ভিন্নধর্মী চরিত্র উপস্থাপন হয়। সিনেমাটিতে তার অভিনয় সমালোচক ও দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়ায়।
ব্যস্ত শুটিংয়ের ফাঁকেই ভ্রমণপিপাসু মেহজাবীন সময় বের করেন নতুন নতুন দেশ ঘুরে দেখার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই নিজের ভ্রমণের ছবি ও অভিজ্ঞতা শেয়ার করেন। প্রতিটি পোস্টেই ভক্তদের কাছ থেকে বিপুল সাড়া পান। ব্যাংককের রাতের ঝলমলে ছবি শেয়ার করেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
ভক্তরা যেমন নাটকে মেহজাবীনের অভিনয় দেখতে পছন্দ করেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভ্রমণকেন্দ্রিক পোস্টগুলোও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
বাংলাবার্তা/এমএইচ