
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস বিরাজ করছে, তেমনি বিভিন্ন ছাত্রসংগঠনও সক্রিয় হয়ে পড়েছে পূর্ণাঙ্গ প্যানেল গঠনের কাজে। বুধবার (গতকাল) বিকেল ৫টা ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বিকেল সাড়ে ৫টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও দাখিল করা হয়েছে ৫০৯টি। অন্যদিকে, ১৮টি আবাসিক হল সংসদের জন্য এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে এক হাজার ১০৯টি। ফলে ডাকসুতে জমা হয়নি ১৪৯টি আর হল সংসদে জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।
হলভিত্তিক পরিসংখ্যান
প্রধান রিটার্নিং অফিসারের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন হলে জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা হলো—ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২, জগন্নাথ হলে ৫৯, ফজলুল হক মুসলিম হলে ৬৫, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১, রোকেয়া হলে ৪৫, সূর্য সেন হলে ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫, শামসুন নাহার হলে ৩৬, কবি জসীমউদ্দীন হলে ৭০, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮, শেখ মুজিবুর রহমান হলে ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬, অমর একুশে হলে ৮১, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৭৬ এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।
পদভিত্তিক পরিসংখ্যান এখনও বাকি
ডাকসুর কোন পদে কতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং অফিসার। তিনি বলেন, জমা পড়া ৫০৯টি ফর্ম যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হবে। স্ক্রুটিনিংয়ের পর আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
আচরণবিধি লঙ্ঘন ও তদন্ত
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘একটি হলে অভিযোগ উঠেছিল। সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জরুরি বৈঠক শেষে তদন্ত রিপোর্ট জমা পড়েছে। আজ সন্ধ্যায় কমিশনের বৈঠকে সেটি পর্যালোচনা করা হবে। ইতোমধ্যে যে কয়টি অভিযোগ এসেছে, সংশ্লিষ্ট প্রার্থীদের সতর্ক করা হয়েছে।’
পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন ও জোট পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করেছে।
-
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত) তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহসভাপতি পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে মো. আবু বাকের মজুমদার এবং সহসাধারণ সম্পাদক পদে আশরেফা খাতুন নির্বাচনে লড়বেন। সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
-
সচেতন শিক্ষার্থী সংসদ নামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহসভাপতি পদে ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক পদে খায়রুল আহসান মারজান এবং সহসাধারণ সম্পাদক পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন থাকছেন। সম্পাদক পদের মধ্যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তারা প্রার্থী দেয়নি, বরং জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়েছে।
-
সমন্বিত শিক্ষার্থী সংসদ নামের আরেকটি স্বতন্ত্র প্যানেলও বুধবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়। সহসভাপতি পদে মো. জামাল উদ্দীন খালিদ, সাধারণ সম্পাদক পদে আবু সায়াদ বিন মাহিন সরকার ও সহসাধারণ সম্পাদক পদে ফাতেহা শারমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সম্পাদক পদের কয়েকটি জায়গা ফাঁকা রাখা হয়েছে এবং আগামী ২৫ আগস্টের মধ্যে সেগুলো পূরণ করার ঘোষণা দেওয়া হয়েছে।
-
এছাড়া, তিনটি বামপন্থী সংগঠন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (মাহির-বাহাউদ্দিন), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) এবং ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদ) যৌথভাবে অপরাজেয় ৭১, অদম্য ২৪ শিরোনামে ১৫ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে। এতে সহসভাপতি পদে মো. নাইম হাসান (হৃদয়), সাধারণ সম্পাদক পদে এনামুল হাসান অনয় এবং সহসাধারণ সম্পাদক পদে অদিতি ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন সূচি
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন বিকেলেই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ প্রায় তিন দশক পর আয়োজিত এ নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বাংলাবার্তা/এমএইচ