
ছবি: সংগৃহীত
বিনোদন অঙ্গনে তারকা দম্পতিদের বিয়ে সবসময়ই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন–এর বিয়েও ছিল তেমনি আলোচিত। চলতি বছরের ঈদুল ফিতরের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের চার মাস না যেতেই মুনমুন জানিয়েছেন, শুরুতে তিনি এ বিয়েতে রাজি ছিলেন না।
জামিল ও মুনমুন দুজনেই টেলিভিশন নাটকের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তারা অভিনয় জগতে কাজ করছেন। প্রথমে নাটকের সহশিল্পী হিসেবে তাদের পরিচয় হয়। একসঙ্গে কাজ করতে করতেই তৈরি হয় বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালো লাগায়। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।
গত ৬ এপ্রিল উত্তরার একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে সম্পূর্ণ হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি ছিল সাদামাটা কিন্তু আনন্দঘন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন প্রকাশ করেন, তিনি প্রথমে বিয়েতে রাজি ছিলেন না।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মুনমুন বলেন, “আম্মু আগে বলতেন, নোয়াখালী বা বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবেন না। আমার তিন ভাই আছে, তাদের কাউকেও দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত আমার বিয়েই হলো নোয়াখালীতে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না। পরে আব্বু-আম্মু সবাই মিলে বলল, জামিল ভালো ছেলে। রাজি হও, কেন করবে না বিয়ে?”
তিনি আরও বলেন, “সব জায়গাতেই ভালো-মন্দ মানুষ আছে। আমি এখন বুঝতে পারছি, জন্মস্থান দিয়ে বিচার করা উচিত নয়। জামিল আসলে সিলেটে জন্মগ্রহণ করেছে, তবে তার পৈতৃক সূত্র নোয়াখালী। সে খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান যে তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।”
বিয়ে পরবর্তী জীবন নিয়ে মুনমুন জানান, তাদের দুজনের সম্পর্ক এখনো অনেকটাই নতুন। তবে দুজনেই একে অপরকে বোঝার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমাদের খুব শিগগিরই একটি নতুন কাজ আসছে। ইতোমধ্যে সেটা আরটিভিতে প্রচার হয়েছে। আমরা চাই একসঙ্গে আরও ভালো কাজ উপহার দিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
অভিনেতা জামিল হোসেনকে দর্শক প্রথম চেনেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর মাধ্যমে। মঞ্চে তার সাবলীল উপস্থিতি এবং রসবোধ তাকে অল্প সময়ে আলাদা করে তোলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে।
অন্যদিকে, মুনমুন বড় হয়েছেন ঢাকাতেই। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য যান মালয়েশিয়ায়, সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তবে পড়াশোনার পাশাপাশি তার মনোযোগ ছিল মিডিয়া জগতে। বিজ্ঞাপন মডেল হিসেবে তিনি কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। নাটকেও ধীরে ধীরে নিজেকে সাবলীল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং অল্প দিনেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন।
জামিল-মুনমুন দম্পতির বিয়ে এ বছরের অন্যতম আলোচিত তারকা-বিয়ে হিসেবে গণ্য হচ্ছে। যদিও শুরুতে দ্বিধা ছিল, তবুও এখন তারা পরস্পরকে জীবনের সঙ্গী হিসেবে মেনে নিয়ে সুখী দাম্পত্যের পথে এগোচ্ছেন। ভক্তরাও আশা করছেন, তারা একসঙ্গে আরও মানসম্পন্ন নাটক ও কাজ উপহার দেবেন।
বাংলাবার্তা/এমএইচ