
ছবি: সংগৃহীত
বাংলাদেশি টেলিভিশন নাটকে নতুন ধরণের ভিন্নমাত্রার পরীক্ষা-নিরীক্ষা সব সময়ই আলোচনার জন্ম দেয়। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব শেয়ার করেছেন এক ভয়ংকর দৃশ্যের ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়—একটি কবরে লাশের সঙ্গে রাখা হচ্ছে বিশাল আকারের ছয়টি সাপ। যা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা আতঙ্কিত হওয়ার পাশাপাশি তীব্র কৌতূহল প্রকাশ করেছেন।
বুধবার (১৩ আগস্ট) তৌসিফ নিজের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ছোট হলেও ভিডিওটির ভয়াবহতা ও রহস্যময়তা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। দৃশ্যে দেখা যায়, এক নারী একটি কবরে দাঁড়িয়ে আছেন। কবরের ভেতর শায়িত এক লাশের ওপর একে একে ছেড়ে দিচ্ছেন বিশাল কয়েকটি সাপ। পুরো দৃশ্য বাস্তব মনে হওয়ায় অনেক দর্শক মন্তব্য করেছেন—“এটি কি সত্যি?”
ভিডিওর ক্যাপশনে তৌসিফ লিখেন—“খোয়াবনামা এবং ৬টি সাপ।” এই ক্যাপশন থেকেই স্পষ্ট হয় যে, দৃশ্যটি আসছে নতুন নাটক খোয়াবনামা থেকে। নাটকটি পরিচালনা করেছেন ভিকি জাভেদ। নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।
খোয়াবনামা নাটকটির অন্যতম বৈশিষ্ট্য হলো—এতে দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে কোনো ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়নি। অর্থাৎ, যে সাপগুলো দর্শক ভিডিওতে দেখেছেন, সেগুলো বাস্তবেই ব্যবহার করা হয়েছে। ফলে নাটকের অভিনেতা-অভিনেত্রীদের ঝুঁকি নিয়েই অভিনয় করতে হয়েছে। এ কারণে দর্শকের মনে নাটকটি নিয়ে নতুন এক আগ্রহ তৈরি হয়েছে।
তৌসিফ মাহবুব এর আগেও রোমান্টিক থেকে শুরু করে থ্রিলার ঘরানার নানা নাটকে অভিনয় করেছেন। তবে এতটা ভয়ংকর এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে তাকে আগে দেখা যায়নি। এ কারণে ভক্তরা তাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে মনে করছেন অনেকে।
ভিডিও প্রকাশের পর মুহূর্তেই হাজারো মন্তব্য জমা পড়ে। কেউ বলেছেন, “এত ভয়ংকর দৃশ্য আগে কোনো নাটকে দেখিনি।” আবার কেউ মন্তব্য করেন, “এটি শুধু নাটক হলে ঠিক আছে, কিন্তু সত্যি হলে ভয়ংকর।” তবে বেশির ভাগ দর্শকই প্রশংসা করেছেন সাহসী প্রচেষ্টার জন্য।
খুব শিগগিরই টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে খোয়াবনামা নাটকের। নাটকটি সম্প্রচারের আগেই একটি ছোট ভিডিওর মাধ্যমে যে আলোচনার জন্ম দিয়েছে, তা প্রমাণ করে—প্রচারের পর এটি আরও বেশি সাড়া ফেলতে পারে।
বাংলাবার্তা/এমএইচ