
ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করলেন বলিউড তারকা কৃতি শ্যানন। বিশ্বখ্যাত চলচ্চিত্র তথ্যভান্ডার ও বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম আইএমডিবি সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা, যেখানে প্রতিটি দেশ থেকে মাত্র একজন অভিনেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় প্রতিনিধিত্বের দায়িত্ব কাঁধে নিয়ে এ তালিকায় স্থান পেয়েছেন কৃতি শ্যানন, অবস্থান চার নম্বরে।
এ তালিকায় নাম ওঠা শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়—এটি তাদের অভিনয়গুণ, ক্যারিশমা ও আন্তর্জাতিক জনপ্রিয়তারও প্রমাণ। কৃতি শ্যানন তার ক্যারিয়ারে একের পর এক বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন। বিশেষ করে ‘মিমি’ (২০২১) সিনেমায় সারোগেট মায়ের ভূমিকায় তার অসাধারণ অভিনয় তাকে এনে দিয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সেরা অভিনেত্রী’র মর্যাদা।
আইএমডিবির ২০২৫ সালের তালিকায় প্রথম স্থান পেয়েছেন আমেরিকার ম্যাককেনা গ্রেস, দ্বিতীয় স্থানে আছেন জুলিয়া বাটার্স (আমেরিকা)। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় মুখ হানিয়া আমির। চতুর্থ স্থানে কৃতি শ্যানন—ভারতের একমাত্র প্রতিনিধি। পঞ্চম স্থানে ন্যান্সি ম্যাকডোনি (মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া), ষষ্ঠ দিলরাবা দিলমুরাত (চীন), সপ্তম শৈলেন উডলি (আমেরিকা), অষ্টম মার্গো রবি (অস্ট্রেলিয়া), নবম আনা দে আর্মাস (কিউবা/স্পেন) এবং দশম স্থানে এমা ওয়াটসন (যুক্তরাজ্য)।
উল্লেখযোগ্যভাবে, তালিকায় কৃতির আগে অবস্থান নিয়েছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, যিনি তৃতীয় স্থানে আছেন। এতে ভারত ও পাকিস্তানের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।
কৃতি শ্যানন বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘তেরে ইশক মে’-এর শুটিংয়ে, যেখানে তার সহ-অভিনেতা দক্ষিণের জনপ্রিয় তারকা ধনুশ। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই—যিনি ‘রাঁঝানা’ সিনেমা দিয়েও সাড়া ফেলেছিলেন।
বিশেষজ্ঞদের মতে, কৃতি শ্যাননের এই স্বীকৃতি বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণা, যারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের জায়গা করে নিতে চান।
বাংলাবার্তা/এমএইচ