
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান সাম্প্রতিক সময়ে ক্যারিয়ার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জগতে পথচলা শুরু করলেও তিনি এখন ওয়েব সিরিজেও সমান সফল। ‘তাকদীর’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। অভিনয় দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়ার জন্য দ্রুতই তরুণ প্রজন্মের প্রিয় শিল্পী হয়ে উঠেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া ব্যক্তিজীবনের খোলামেলা দিক তুলে ধরেছেন। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গি নিয়ে দর্শক-ভক্তদের মধ্যে আলোচনার ঝড় বইছে।
প্রেম প্রসঙ্গে তিনি সোজাসাপটা ভাষায় বলেন, “কারো মুখে যখন ‘আই লাভ ইউ’ শুনি তখন সেটা আমার কাছে বিরক্তিকর মনে হয়। সম্পর্ক প্রকাশের আরও সুন্দর উপায় থাকতে পারে। সরাসরি এই শব্দটা বললেই আমার কাছে সেটি কৃত্রিম লাগে।”
তিনি আরও বলেন, “যদি কেউ ভবিষ্যত পরিকল্পনার কথা মাথায় রেখে প্রস্তাব দেয়, যেমন—আমি তোমাকে পছন্দ করি এবং তোমার সঙ্গে বিয়ে করার মতো একটি স্বপ্ন দেখছি—তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড নামক বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগে না। আমি সম্পর্ক বলতে সরাসরি বিয়েকে বোঝাই।”
ক্যারিয়ার প্রসঙ্গে সাদিয়া জানালেন, অভিনয়ে টিকে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, “ভালো কাজ ছাড়া টিকে থাকা যায় না। এজন্য প্রতিটি গল্প সচেতনভাবে নির্বাচন করতে হয়। কাজের প্রতি শতভাগ ডেডিকেশন না দিলে যে কোনো অভিনেত্রী সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারেন। তাই আমি বিশ্বাস করি, অভিনয়ের মাধ্যমে টিকে থাকা ও ধারাবাহিকভাবে ভালো কাজ করা একজন শিল্পীর মূল লড়াই।”
তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, অভিনয়শিল্পী হিসেবে তিনি দীর্ঘপথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও তার পরিস্কার পরিকল্পনা রয়েছে—প্রেম নয়, বরং সরাসরি বিয়ে।
বাংলাবার্তা/এমএইচ