
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর এ কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা পাবে।
গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আনা হয়েছে ইনজেকটেবল টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। বিশেষজ্ঞদের মতে, একটি ডোজেই তিন থেকে সাত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে। ফলে দীর্ঘমেয়াদে শিশুদের টাইফয়েডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
টিকা নিতে হলে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে আলাদা কোথাও যেতে হবে না, ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে। নিবন্ধন শেষে একটি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে, যা টিকা গ্রহণের সময় সঙ্গে রাখতে হবে।
ধাপে ধাপে নিবন্ধনের নিয়ম
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে ব্রাউজারে গিয়ে নিবন্ধনের ওয়েবসাইট https://vaxepi.gov.bd/registration/tcv-এ প্রবেশ করুন।
২. জন্মতারিখ পূরণ: শিশুর জন্মদিন, মাস ও বছর লিখুন।
৩. জন্মনিবন্ধন সনদ: শিশুর ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর লিখুন।
৪. লিঙ্গ নির্বাচন: ছেলে বা মেয়ে উল্লেখ করুন।
৫. ক্যাপচা কোড পূরণ: ওয়েবসাইটে প্রদর্শিত ক্যাপচা কোড লিখুন।
৬. অভিভাবকের তথ্য দিন: মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা লিখে ‘সাবমিট’ চাপুন।
7. ওটিপি যাচাই: মোবাইলে প্রাপ্ত ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
8. টিকা নির্বাচন: এবার টিকা হিসেবে “টাইফয়েড” নির্বাচন করুন। প্রার্থী যদি স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) হয়, তা নির্বাচন করুন। অন্যথায় স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী) নির্বাচন করুন।
9. কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট ১৮ দিন টিকাদান কর্মসূচি চলবে। এর মধ্যে প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পে টিকা দেওয়া হবে। এ সময় যারা স্কুলে উপস্থিত হয়ে টিকা নিতে পারবে না, তারা পরবর্তী ৮ দিন স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো টাইফয়েড-প্রবণ দেশে এ ধরনের কর্মসূচি যুগান্তকারী। টিকা কার্যক্রম সফল হলে শিশু মৃত্যুহার ও রোগের প্রকোপ অনেকটাই কমে আসবে।
বাংলাবার্তা/এমএইচ