
ছবি: সংগৃহীত
ক্রিকেটে এক বলে সর্বোচ্চ রান সাধারণত ছক্কা বা বাউন্ডারির মাধ্যমেই হয়ে থাকে। ব্যাট থেকে বল সীমানা পেরোলেই ৪ বা ৬ রান। আবার যদি বলটি নো হয় কিংবা ওয়াইড হয় তবে অতিরিক্ত রানও যোগ হয়। কিন্তু কেবল দৌড়ে ৬ রান সংগ্রহ—এমনটা ক্রিকেট ইতিহাসে প্রায় অকল্পনীয়।
তবে সম্প্রতি সেই অসম্ভব ঘটনাই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, এক বলে ব্যাটসম্যানরা টানা ছয়বার জায়গা পরিবর্তন করে ৬ রান সংগ্রহ করেছেন। এসময় ফিল্ডিং দল চারবার রান আউটের সুযোগ পেলেও তারা ব্যর্থ হয়।
ঘটনাটি ঠিক কোন মাঠে এবং কারা খেলছিলেন—তা এখনও পরিষ্কার নয়। তবে ভিডিওর পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের কোনো ঘরোয়া ম্যাচে এই ঘটনা ঘটেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে যখন খ্যাতনামা ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটলবরো তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওর নিচে তিনি মন্তব্য করেন, “ক্রিকেট ইতিহাসে এটি সম্ভবত প্রথম ঘটনা।”
১৮ আগস্ট ২০২৫ সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি ভিডিওটি প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। মাত্র ১২ ঘণ্টায় ভিডিওটি দেখেন প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৪০০ জন অনুসারী। ক্রিকেট ভক্তরা কমেন্টে বিস্ময় প্রকাশ করছেন এবং অনেকে লিখছেন, “এমন ঘটনা আগে কখনও দেখিনি।”
এই দৌড়ে ৬ রান এখন ক্রিকেট ইতিহাসের এক অনন্য মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাবার্তা/এমএইচ