
ছবি: সংগৃহীত
আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত কল্পনা করা কঠিন। অফিসের কাজ, পড়াশোনা, বিনোদন কিংবা যোগাযোগ—সবই এখন স্মার্টফোন বা ট্যাবলেট নির্ভর। কিন্তু যতই ভালো ফোন ব্যবহার করুন না কেন, চার্জ শেষ হয়ে গেলে সব কাজ আটকে যায়। অনেক সময় দেখা যায়, ভ্রমণের পথে বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে হঠাৎ ফোন বন্ধ হয়ে গেল। এ অবস্থায় আমাদের ভরসা একটাই—পাওয়ার ব্যাংক।
কিন্তু বাজারে অসংখ্য ধরনের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। দাম, আকৃতি, ওজন, ক্ষমতা—সবদিক দিয়েই ভিন্নতা আছে। ফলে সঠিক পাওয়ার ব্যাংক বেছে নেওয়া সহজ হয় না। অনেকে না বুঝে যেকোনো পাওয়ার ব্যাংক কিনে ফেলেন, পরে দেখা যায় সেটি প্রয়োজন মেটাচ্ছে না কিংবা নকল হওয়ায় ঝুঁকি তৈরি করছে। তাই কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
ধারণক্ষমতা (mAh)
পাওয়ার ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারণক্ষমতা। সাধারণত ৫০০০, ১০,০০০ বা ২০,০০০ mAh ক্ষমতার পাওয়ার ব্যাংক বাজারে বেশি পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার ফোনের ব্যাটারি যদি ৪৫০০ mAh হয়, তবে ১০,০০০ mAh ক্ষমতার পাওয়ার ব্যাংক দিয়ে সহজেই দুইবার চার্জ দেওয়া সম্ভব। যারা ভ্রমণ বেশি করেন, গেম খেলেন বা সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য ১৫ বা ২০ হাজার mAh-এর পাওয়ার ব্যাংক ভালো। আর অফিস বা নরমাল ব্যবহারকারীরা ৫ থেকে ১০ হাজার mAh নিলেই যথেষ্ট।
চার্জিং স্পিড
শুধু চার্জ জমা রাখাই যথেষ্ট নয়, সেটি দ্রুত ডিভাইসে পৌঁছায় কি না সেটিও বিবেচ্য। সাধারণত ৩.০ A আউটপুট দেওয়া পাওয়ার ব্যাংকগুলো ফাস্ট চার্জিং সুবিধা দেয়। তবে খুব বেশি দ্রুত চার্জিং ব্যাটারির আয়ু কমাতে পারে। তাই মধ্যপন্থাই উত্তম।
বহনযোগ্যতা
বড় পাওয়ার ব্যাংক মানেই বেশি ওজন। ভ্রমণে বা অফিসে সহজে ব্যাগে রাখার মতো হালকা ডিজাইনের পাওয়ার ব্যাংক জনপ্রিয়। যারা নিয়মিত বাইরে থাকেন, তাদের জন্য বহনযোগ্যতা বড় ফ্যাক্টর।
ইউএসবি পোর্ট ও সামঞ্জস্যতা
পুরোনো ফোনে সাধারণত USB-A ব্যবহার হয়, নতুন ডিভাইসগুলোতে USB-C বেশি প্রচলিত। তাই কেনার আগে খেয়াল রাখতে হবে কোন পোর্ট আপনার ডিভাইস সমর্থন করে। যদি একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার প্রয়োজন হয়, তবে একাধিক পোর্টসহ পাওয়ার ব্যাংক বেছে নিন।
কেবল সুবিধা
অনেক পাওয়ার ব্যাংকে ইন-বিল্ট কেবল থাকে। এতে আলাদা কেবল বহনের ঝামেলা কমে যায়। তবে মনে রাখতে হবে, যদি ওই কেবল নষ্ট হয়ে যায় আর আলাদা USB পোর্ট না থাকে, তাহলে পুরো পাওয়ার ব্যাংকটাই অকেজো হয়ে যাবে। তাই এমন মডেল বেছে নিন যেটিতে কেবলও আছে, আবার প্রয়োজন হলে আলাদা কেবলও ব্যবহার করা যায়।
নিরাপত্তা ব্যবস্থা
ভালো পাওয়ার ব্যাংকে থাকা উচিত—ওভারচার্জ প্রোটেকশন, শর্ট সার্কিট সুরক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। সস্তা, নকল বা অজ্ঞাত ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ব্যবহার করলে বিস্ফোরণসহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
ব্র্যান্ড ও মান
অন্য সব কিছুর পাশাপাশি ব্র্যান্ডও গুরুত্বপূর্ণ। অরিজিনাল ও বিশ্বস্ত ব্র্যান্ড বেছে নেওয়া সবচেয়ে নিরাপদ। অফিসিয়াল ডিলার বা নির্ভরযোগ্য অনলাইন স্টোর থেকে কিনলে নকল হওয়ার ঝুঁকি কমে যায়।
অতএব, শুধু দাম দেখে নয়, ধারণক্ষমতা, স্পিড, নিরাপত্তা, বহনযোগ্যতা—সব মিলিয়ে সিদ্ধান্ত নিন। সঠিক পাওয়ার ব্যাংক শুধু ফোন চার্জ করবে না, আপনাকে দিবে নিশ্চিন্ত জীবনযাত্রার অভিজ্ঞতা।
বাংলাবার্তা/এমএইচ