
ছবি: সংগৃহীত
কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে কোন ব্যবস্থা নয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো: আব্দুর রহমান খান এফসিএমএ।
সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা কাস্টম হাউস পরিদর্শন শেষে হাউসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এনবিআর চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয় কাস্টম কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে রাজস্ব আদায়ে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দায়িত্বশীল আচরণ ও সুষ্ঠুভাবে কাজ করলে কোন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে সীমা লঙ্ঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৩০ জুন পর্যন্ত রাজস্ব আহরণের বিষয়ে সাংবাদিকদের জানান, ৩০ জুন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে। এই রাজস্ব আহরণ আরও বাড়বে। এনবিআর কর্মকর্তারাই রাজস্ব আহরণ করছেন। সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। সবার আগে দেশ।
বিমানবন্দরে যাত্রী সেবার বিষয়ে এনবিআর চেয়ারম্যান আরও জানান, প্রবাসীদের সুবিধার জন্য ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। আমরা যাত্রীসেবার মান আরও উন্নয়ন করতে চাই। বিমানবন্দরে সাধারণ যাত্রী এবং প্রবাসীদের ভোগান্তি দূর করতে একটি ডিএম সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
এরআগে এনবিআর চেয়ারম্যান,বিআর চালান সফটওয়্যার উদ্বোধন করেন।
বাংলাবার্তা/এসজে