
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস খালে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন—মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহণের একটি লোকাল বাস কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি রাস্তার পাশের রহমতখালী খালে পড়ে যায়। বাসটি পানিতে তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা চিৎকার শুরু করেন। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুর্ভাগ্যজনকভাবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে সময় নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ—দ্রুত উদ্ধার অভিযান শুরু হলে হয়তো আরও প্রাণ বাঁচানো যেত। দুর্ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ডুবুরি দল খালে নামে এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করে কেউ নিখোঁজ আছে কি না।
বাস খালে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলে এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এতে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সড়ক থেকে বাসটি সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাস খালে পড়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলছে। কেউ নিখোঁজ আছে কি না, তা নিশ্চিত হতে ডুবুরি দল খালে তল্লাশি চালাচ্ছে।”
অকস্মাৎ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই প্রিয়জন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে কঠোর নজরদারি ও দ্রুত উদ্ধার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
লক্ষ্মীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, উদ্ধার তৎপরতা বিলম্বিত হওয়ায় ক্ষতি বেড়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ বলছে, ডুবুরি দল এখনও কাজ করছে এবং নিখোঁজ কেউ থাকলে তা নিশ্চিত করা হবে।
বাংলাবার্তা/এমএইচ