
সংগৃহীত ছবি
প্রভাত জয়াসুরিয়া। শেষ দিনের চতুর্থ ওভারে দ্বিতীয়বার বল হাতে নেন তিনি। ইতিহাস গড়া থেকে আর একটি উইকেট দূরে ছিলেন । প্রথম ডেলিভারিতে মিডল স্টাম্প বরাবর বল, ফ্রন্টফুটে ডিফেন্ড করলেন পল স্টার্লিং।
পরেরটি অফস্টাম্পের বাইরে দিয়ে বল করলেন, আইরিশ ব্যাটার কভার ড্রাইভ করলেন। বল একটু নিচু ছিল, একস্ট্রা কভারে সামনে ডাইভ দিয়ে চমৎকার ক্যাচ নিলেন কুশল মেন্ডিস। ৭১ বছরের টেস্ট রেকর্ড ভেঙে দিলেন প্রভাত।
শ্রীলঙ্কান হিসেবে সবচেয়ে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নিলেন এই স্পিনার। তবে যে পুরোনো রেকর্ড ভেঙেছেন সেটা হলো, সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়া স্পিনার এখন তিনিই। গলে আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টটি তার ক্যারিয়ারের সপ্তম। ওয়েস্ট ইন্ডিজের স্পিন জাদুকর আলফ ভ্যালেন্টিনের রেকর্ড ভেঙেছেন প্রভাত।
৩১ বছর বয়সী এই স্পিনার ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষিক্ত হন এবং ১৭৭ রান খরচায় ১২ উইকেট নিয়ে অভিষেকে চতুর্থ সেরা ম্যাচ ফিগারের কীর্তি গড়েন।
প্রভাতের কাছে ৫ উইকেট নেওয়া যেন খুবই সহজ কাজ। পরিসংখ্যান বলে সেই কথা। গলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১৭৪ রানে ৫ উইকেট নেন, যা এক ইনিংসে ষষ্ঠবার। তৃতীয়বার ম্যাচে দশ উইকেট নিতে আর ৩ উইকেট দরকার।
prabath-50-1
১৯৫০ সালে অভিষেকে ভ্যালেন্টিন মাঠে নেমেই ছাপ রাখেন। ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজে চার ম্যাচে নেন ৩৩ উইকেট। বাঁহাতি অর্থোডক্স স্পিনার ১৯৫১-৫২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চতুর্থ ম্যাচে ৫০তম উইকেট নেন। মাত্র আট ম্যাচে এই কীর্তি গড়েন এবং যা হাতছাড়া করলেন ৭১ বছর পর।
দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়ার তালিকায় দুই পেসার দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার ও ইংল্যান্ডের টম রিচার্ডসনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় প্রভাত। ২০১২ সালে ফিল্যান্ডার ও ১৮৯৬ সালে রিচার্ডসন সাত টেস্ট খেলে উইকেটের ফিফটি করেন। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার কীর্তি অস্ট্রেলিয়ার পেসার চার্লি টার্নারের। ১৮৮৮ সালে মাত্র ৬ টেস্ট খেলে পঞ্চাশ ছোঁন তিনি।
প্রথম তিন টেস্ট ইনিংসে পাঁচ বার তার বেশি উইকেট নেওয়া ষষ্ঠ বোলারের কীর্তি গড়েছিলেন আগেই। এবার ৫০ উইকেটের রেকর্ডে নাম লিখলেন। এখন চোখ রাখতে পারেন দ্রুততম ১০০ উইকেট নেওয়ার লক্ষ্যে। ১৮৯৬ সালে ১৬তম টেস্টে উইকেটের সেঞ্চুরি করেন ইংল্যান্ডের পেসার জর্জ লোহম্যান। আর স্পিনার হিসেবে ১৭ ম্যাচে এই রেকর্ড চারজনের, তাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্লারি গ্রিমেট ও পাকিস্তানের ইয়াসির শাহ।