ছবি : সংগৃহীত
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় মর্যাদায় নানা-কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরার দিনটি। বিশ্বে মুসলমানদের কোছে মহররমের ১০ তারিখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ধর্মগ্রন্থ আল-কোরআন ও হাদিস শরিফে এ মাসের সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। কোরআনের ভাষায় এটি ‘আরবাআতুন হুরুম’-অর্থাৎ চার সম্মানিত মাসের অন্যতম। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত এক হাদিসে নবি কারিম (সা.) বলেছেন, ‘রমজানের পর আল্লাহর মাস মুহাররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।’
এদিন ঐতিহাসিক কারবালার ময়দানে হৃদয়বিদারক ঘটনা ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি উদযাপন করে থাকেন।
আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাবার্তা/এআর