
ছবি : সংগৃহীত
আকস্মিক ঝড়ের কারণে পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে মাছ ধরার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালের দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উত্তাল ঢেউয়ের তোরে ডুবে যায় ট্রলারগুলো। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।
ট্রলার ডুবির ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থায় কাছাকাছি থাকা অন্য ট্রলার জেলেদের উদ্ধার করলেও ইমন নামে এক জেলেকে উদ্ধার করতে পারেনি। এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। তার বাড়ি মৌডুবী ইউনিয়নে কেওরালা গ্রামে।
ডুবে যাওয়া টলারগুলো হলো- রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ওবায়দুল গাজী ও সোহরাফ গাজী, কলাপাড়া উপজেলা পাটুয়া এলাকার রাজ্জাক মাতুব্বর ও শাহিন মাতুব্বর এবং কলাপাড়া উপজেলার লালুয়া এলাকার উজ্জ্বলের।
বাংলাবার্তা/এআর