
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমান সময়ের তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এখন আক্ষরিক অর্থেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছোট পর্দা থেকে বড় পর্দায় সফলভাবে রূপান্তরের পর তিনি শুধু সিনেমার পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়ে উঠেছেন ফ্যাশন ও স্টাইল আইকন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন দীঘি। এই সফরের বিভিন্ন মুহূর্ত তিনি নিয়মিতভাবে ইনস্টাগ্রামে ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। প্রতিটি পোস্টেই যেন ধরা দিচ্ছে তার আত্মবিশ্বাসী রূপ, রুচিশীল ফ্যাশন সেন্স এবং নতুন এক দীঘির আবিষ্কার। সর্বশেষ বৃহস্পতিবার (৩১ জুলাই) তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
ছবিগুলোতে দেখা যায়, নিউইয়র্ক শহরের কোনো এক আধুনিক স্থাপত্যনির্ভর পথ ধরে হেঁটে যাচ্ছেন দীঘি। তার পরনে রয়েছে লাল-সাদা রঙের মনোরম ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস, যা নজর কেড়েছে ফ্যাশনপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের। এই লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে দীঘি বেছে নিয়েছেন হালকা সাজ ও একজোড়া মানানসই জুতা। কখনও সানগ্লাস হাতে নিয়ে হাসছেন তিনি, আবার কখনও সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছেন মোহনীয় ভঙ্গিমায় পোজ।
ছবিগুলোর নিচে ইতোমধ্যেই জমে উঠেছে অসংখ্য মন্তব্য। তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই নায়িকার সৌন্দর্য, গ্ল্যামার এবং স্টাইল সেন্স নিয়ে। একজন মন্তব্য করেছেন, “একেবারে সিনেমার দৃশ্য মনে হচ্ছে!”, আরেকজন লিখেছেন, “এত স্টাইলিশ তুমি আগে কখনও দেখাইনি!”
অনেকেই বলছেন, সিনেমার বাইরে দীঘির এমন প্রাণবন্ত, আত্মবিশ্বাসে ভরপুর উপস্থিতি তার তারকাখ্যাতিকে আরও দৃঢ় করছে। ছোটবেলার সেই সরল দীঘির সঙ্গে এখনকার গ্ল্যামারাস দীঘিকে মেলানো যেন কঠিন। তবে অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও ফ্যাশনে সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করে তিনি যেন জানিয়ে দিচ্ছেন—নতুন যুগের নায়িকারা কেবল রুপালি পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং তারা নিজেরাই হয়ে ওঠেন একটি ‘ব্র্যান্ড’।
উল্লেখ্য, সদ্য বিদায়ী রোজার ঈদে মুক্তি পাওয়া দীঘি অভিনীত সিনেমা জংলি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সেখানে তার চরিত্রে অভিনয় ও সংলাপ বলার ভঙ্গি দর্শকদের মাঝে আলাদা ছাপ ফেলেছে। যদিও এখন পর্যন্ত নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি তিনি, তবে তার সাম্প্রতিক ছবি ও উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে—চলচ্চিত্রের পাশাপাশি লাইফস্টাইল ও ফ্যাশন দুনিয়াতেও দীঘির অবস্থান দিন দিন দৃঢ় হচ্ছে।
ব্যান্ড তারকা জেমসের সঙ্গে তার সাক্ষাৎ এবং সেই মুহূর্তের ছবি শেয়ার করেও এর আগেই অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি। এ যেন চলচ্চিত্রের বাইরেও একটি ‘স্টার’ দীঘিকে ধীরে ধীরে পরিপূর্ণ করে গড়ে তুলছে।
সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র সফরে দীঘির সাম্প্রতিক ফ্যাশনেবল লুক ও ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি তাকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। সিনেমার পর্দার বাইরেও তিনি যে নিজের আলোয় আলোকিত হতে জানেন—সেই বার্তাই যেন দিয়ে যাচ্ছেন একের পর এক ছবি ও মুহূর্তের মধ্য দিয়ে।
বাংলাবার্তা/এমএইচ