ছবি : সংগৃহীত
হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (০৩ আগস্ট) সকাল ৯টায় তারা এ শ্রদ্ধা জানান।
এসময় বিচারপতিরা বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের মঙ্গল কামনায় মোনাজাত করেন।
এর আগে, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
বাংলাবার্তা/এআর