ছবি: সংগৃহীত
নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের ১২তম আসর বসার কথা।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গুঞ্জন আছে, এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে এ টুর্নামেন্ট।
তবে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন তেমনটি মনে করছেন না। তিনি জানিয়েছেন, ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএল শুরু করা নিয়ে কোনো শঙ্কা নেই। সাখাওয়াত বলেন, ‘এ মুহূর্তে বিপিএল নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত দিনেই শুরু হবে।’
বিসিবি সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, কোনো সমস্যা নেই। সব প্রস্তুত, মাঠও প্রস্তুত।’
দলগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রস্তুতি শুরু করেনি। বিপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসানরা কালও অনুশীলন করেছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



