
ছবি: সংগৃহীত
কলকাতার সিনেমা জগতে নতুন ঢেউ হিসেবে পরিচিত জনপ্রিয় নায়িকা তানজিন তিশা এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন ‘ভালোবাসার মরসুম’ শিরোনামের একটি ছবির মাধ্যমে। এতে তার সঙ্গে দেশের খ্যাতনামা বলিউড অভিনেতা শারমান যোশির পাশাপাশি থাকতে চলেছিলেন কলকাতার বিশিষ্ট অভিনেতা খায়রুল বাসার। কিন্তু হঠাৎ করেই চাঞ্চল্যকর এক সিদ্ধান্ত নিয়েছেন বাসার—তিনি এই সিনেমার কাজ থেকে সরে দাঁড়িয়েছেন। এ খবর পেয়েই পরিচালক এমএন রাজ বেশ হতবাক এবং পুরো শুটিং পরিকল্পনা থমকে যাওয়ার শঙ্কায় পড়েছেন।
খায়রুল বাসার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় যুক্ত হওয়ার জন্য অনেক আলোচনা হয়েছে। খুব শিগগিরই শিডিউল সঙ্গত করার পরিপ্রেক্ষিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু নানা সংগত কারণেই এই ছবিতে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। সবাইকে ধন্যবাদ।’
এই আচরণে অনেককে অবাক করেছে, বিশেষ করে পরিচালক ও ছবির টিমকে, যারা ইতোমধ্যে বাসারের অংশগ্রহণ নিয়ে কাজ শুরু করেছিলেন।
‘ভালোবাসার মরসুম’ ছবির পরিচালক এমএন রাজ বলেন, ‘আমাদের নিকট বাসার চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের একটি অংশও আমরা তাকে প্রদান করেছি। অথচ আজ তিনি এই স্ট্যাটাস দিয়েছেন—আমি তার মানসিক অবস্থার কারণ বুঝতে পারছি না।’
তিনি আরও জানান, গত শুক্রবার খায়রুল বাসার ই-মেইলের মাধ্যমে তার অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। কিন্তু আজ দুপুরে হঠাৎ একটি মেসেজে জানালেন তিনি অংশগ্রহণ করতে পারবেন না। এর পর থেকে তাকে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরিচালক এমএন রাজ উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ‘এতটা হঠাৎ সিদ্ধান্তে আমি এবং পুরো প্রোডাকশন টিম খুবই হতবাক। আমাদের শুটিংয়ের তারিখ সব ঠিকঠাক ছিল, আর এখন এই অনিশ্চয়তায় শুটিং বড় সমস্যায় পড়তে পারে। আমরা এখনো স্পষ্টতা পাচ্ছি না, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’
‘ভালোবাসার মরসুম’ ছবিতে তানজিন তিশা এবং শারমান যোশির পাশাপাশি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। প্রথম পর্বের শুটিং হবে দার্জিলিংয়ে, যা চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবর মাসে মুর্শিদাবাদে ছবির বাকি অংশের শুটিং সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। সবকিছু পরিকল্পনার মত এগোলে আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে।
খায়রুল বাসারের হঠাৎ সরে যাওয়ায় সিনেমাটির শুটিং সিডিউল ও প্রস্তুতিতে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে। পরিচালক এমএন রাজ জানান, এর ফলে ছবির প্রযোজনা ও অন্যান্য কর্মসূচিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন কোনো অভিনেতা খুঁজে পেতে কিংবা বাসারের জায়গায় কাউকে নিযুক্ত করতে সময় লাগবে, যা ছবির মুক্তির সময়সূচী ব্যাহত করতে পারে।
সিনেমা মহলের এক বিশ্লেষক বলেন, ‘অভিনেতাদের এমন আচরণ চলচ্চিত্রের উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা তৈরি করে। পরিকল্পিত শিডিউল ভাঙার ফলে শিল্পের পেশাদারিত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’
অন্যদিকে একজন সিনিয়র অভিনেতা বলেন, ‘কাজে জটিলতা তৈরি করার আগে কমিউনিকেশন ভালোভাবে করা উচিত, যাতে সবার প্রস্তুতি ও কাজের মান বজায় থাকে।’
‘ভালোবাসার মরসুম’ ছবিটি তানজিন তিশার বড় পর্দায় আত্মপ্রকাশ হিসেবে গুরুত্ব বহন করে। ছবিটির সফল নির্মাণ ও সঠিক সময়ে মুক্তি পেতে প্রযোজনা টিম এখন দুশ্চিন্তায় রয়েছে। খায়রুল বাসারের এই সিদ্ধান্ত তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। আশা করা হচ্ছে তিনি শিগগিরই সিদ্ধান্তের বিষয়ে পরিস্কার করবেন এবং ছবির কাজ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি হবে।
বাংলাবার্তা/এমএইচ