
ছবি: সংগৃহীত
২০২৫ সালের চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে গত ২২ ও ২৪ জুলাই স্থগিত থাকা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। এই নতুন সময়সূচি অনুসারে দেশের সব শিক্ষা বোর্ডের ২২ জুলাই স্থগিত থাকা পরীক্ষাগুলো আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে, আর ২৪ জুলাই স্থগিত থাকা পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সময়সূচিতে ২২ জুলাইয়ের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র এবং গৃহ ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৭ আগস্টে অনুষ্ঠিত হবে। ২৪ জুলাইয়ের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রথম পত্রের পরীক্ষা ১৯ আগস্টে নেওয়া হবে।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১০ জুলাই স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার অধীনে গোপালগঞ্জ জেলার স্থগিত ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা, যা ১৭ আগস্ট হওয়ার কথা ছিল, সেটি পরিবর্তিত হয়ে ১৪ আগস্টে অনুষ্ঠিত হবে।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য পরীক্ষার চাপ কমাতে এবং সময় মতো সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে কাজ করা হবে।
গত কয়েক সপ্তাহ ধরে নানা কারণে এইচএসসি পরীক্ষার কিছু অংশ স্থগিত হয়েছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে ও নির্বিঘ্ন পরীক্ষার নিশ্চয়তায় নতুন এই সময়সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষাবোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষাবোর্ড থেকে দেওয়া এই নতুন সময়সূচি দেশের সব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হচ্ছে। শিক্ষার্থীদের উচিত পরীক্ষার আগে সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করা এবং প্রস্তুত থাকতে।
এইচএসসি পরীক্ষা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত। পরীক্ষার সময়সূচিতে যেকোন পরিবর্তন শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে থাকে। তাই শিক্ষাবোর্ডের পক্ষ থেকে যথাযথ তথ্য দিয়ে তাদের উদ্বেগ কমানোর চেষ্টা করা হচ্ছে।
পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশের পর শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি পুনরায় সাজাতে পারবে এবং কোনো ধরণের দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাবোর্ড নিশ্চিত করেছে যে, স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষাকেন্দ্রে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা পরিচালিত হবে।
বাংলাবার্তা/এমএইচ