
ছবি: সংগৃহীত
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও দেশের ১১টি শিক্ষা বোর্ড। এই উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনা ও আগ্রহের শেষ নেই।
ফল প্রকাশ উপলক্ষে শিক্ষার্থীরা যেসব মাধ্যমে তাদের ফল জানতে পারবে, তা আগেই নির্ধারণ করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলাফল প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট, নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে। এছাড়া প্রি-রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরেও স্বয়ংক্রিয়ভাবে ফল পাঠানো হবে।
আনুষ্ঠানিক ঘোষণা ও ওয়েবসাইটে ফল
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টার পর থেকে ফলাফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর এবং বোর্ড নির্বাচন করে ‘Submit’ বাটনে ক্লিক করলে ফল জানতে পারবে।
প্রতিটি বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd এবং eboardresults.com ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
ওয়েবসাইটে লগ ইন করে ফল জানার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিচের তথ্যগুলো প্রস্তুত রাখতে হবে:
-
পরীক্ষার নাম (SSC/Dakhil/Equivalent)
-
বোর্ডের নাম (Dhaka, Rajshahi, ইত্যাদি)
-
রোল নম্বর
-
রেজিস্ট্রেশন নম্বর
-
পরীক্ষার বছর (২০২৫)
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম
যাদের ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়, তারা সহজেই মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের নিয়ম অনুসরণ করতে হবে:
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য:
SSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025
মাদ্রাসা বোর্ডের জন্য:
মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম:
Dakhil MAD রোল নম্বর 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: Dakhil MAD 654321 2025
ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেয়া হবে।
কারিগরি বোর্ডের জন্য:
SSC TEC রোল নম্বর 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SSC TEC 789456 2025
শিক্ষাপ্রতিষ্ঠান ও EIIN নম্বর দিয়ে ফল
যেসব শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের ফল একসঙ্গে দেখতে চায়, তারা EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল রেজাল্ট শিট আকারে ডাউনলোড করতে পারবে। এজন্য স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকরা ফলপ্রকাশের সময় বোর্ড ওয়েবসাইটে EIIN নম্বর দিয়ে লগ ইন করলেই প্রতিষ্ঠানভিত্তিক ফল জানা যাবে।
এবার পরীক্ষার্থী ছিল কত?
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৮ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ২ হাজার ২৯১টি কেন্দ্র এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্র ছিল ৭২৫টি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৯ হাজার ৬৩টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
ফলপ্রকাশ ঘিরে অভিভাবক-শিক্ষার্থীদের উত্তেজনা
পরীক্ষা শেষে ফলপ্রকাশ পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে যেমন থাকে মানসিক চাপ, তেমনি অভিভাবকদের মাঝেও থাকে উত্তেজনা ও উদ্বেগ। বিশেষ করে যাদের ফলাফলের ভিত্তিতে কলেজ বা উচ্চমাধ্যমিক ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে হবে, তাদের জন্য এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল ও অন্যান্য মাধ্যমে ফল পৌঁছে যাবে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে এবার খুব দ্রুত সময়ের মধ্যে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর হাতে ফলাফল পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী যদি ফল নিয়ে আপত্তি জানাতে চায়, তবে নির্ধারিত সময়ের মধ্যে ‘পুনঃনিরীক্ষার’ জন্য আবেদন করতে পারবে। সে বিষয়ে বোর্ডগুলোর পক্ষ থেকে আলাদা নির্দেশনা দেয়া হবে।
সতর্কতা:
ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো অনির্ভরযোগ্য লিংক বা অ্যাপে প্রবেশ না করার পরামর্শ দেয়া হয়েছে। অনেক সময় ফল প্রকাশের সময় ভুয়া ওয়েবসাইট বা লিঙ্ক ছড়িয়ে পড়ে, যা থেকে তথ্য চুরি বা বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি থাকে।
আরও জানতে:
-
16222 নম্বরে এসএমএস পাঠানোর নিয়ম অনুযায়ী ফল জানতে পারবেন।
এই ফলাফলের মধ্য দিয়েই অনেক শিক্ষার্থীর নতুন অধ্যায় শুরু হবে। তাই ফলাফল যাই হোক, প্রত্যেক শিক্ষার্থীর পাশে থাকা এবং উৎসাহ জোগানো সকলের দায়িত্ব।
বাংলাবার্তা/এমএইচ