
ছবি : সংগৃহীত
ফেনী জেলা জামায়াতের আমীর একেএম শামসুদ্দিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং তারা তাদের চিকিৎসা ব্যয়ভার বহন করতে হচ্ছে। আমরা তাদের পরিবারের পাশে দাঁড়াবো। প্রত্যেক শহীদদের পরিবারের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরের দিকে ফেনী প্রেসক্লাবে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
একেএম শামসুদ্দিন বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। জেলার সকল থানা পুলিশশূন্য রয়েছে। পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন সবার আগে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা জরুরি।
বাংলাবার্তা/এআর