
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশন।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই দোয়া করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের মহাসচিব শেখ শামীম বুলবুল গণমাধ্যমে তথ্য জানিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবর্গ ও বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের সদস্যরা সভায় জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র মেরামতের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের প্রধানতম চ্যালেঞ্জ জাতীয় রাজস্ব আহরণ। বিদ্যমান বাস্তবতায় কর বিভাগ জাতীয় স্বার্থে এ চ্যালেঞ্জ বাস্তবায়নে মানসিকভাবে প্রস্তুত। তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে এবং কর বিষয়ে অনভিজ্ঞ কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় ক্রমেই অকার্যকর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক কাঠামো। ফলে বিদ্যমান দুর্বল প্রশাসনিক কাঠামো নিয়ে অর্থনীতি পুনর্গঠনের এ চ্যালেঞ্জ বাস্তবায়নে কার্যকর, পেশাদার ও দক্ষ রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি আধুনিক জাতীয় রাজস্ব বোর্ড গঠন করা প্রয়োজন ।
এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবর্গ ও বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
বাংলাবার্তা/এআর