
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে আজ (বৃহস্পতিবার) রাতের ম্যাচটি দুই দেশের সমর্থকদের কাছে এক ধরনের অলিখিত সেমিফাইনাল। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, আর জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই, যেখানে একদিকে থাকবে বাবর আজমদের শক্তিশালী দল, অন্যদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে লড়াকু টাইগাররা।
আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস। এ ছাড়া সনি স্পোর্টস টেন ১ ও নাগরিক টিভিও ম্যাচটি দেখাবে। মাঠের বাইরের কোটি দর্শকের জন্য অনলাইনেও রয়েছে খেলা দেখার সুযোগ। টি স্পোর্টস অ্যাপ ও টফি অ্যাপে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের এই উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব। ফলে মাঠে না গিয়েও সহজেই ঘরে বসে উপভোগ করা যাবে এশিয়া কাপের এই ‘ডু অর ডাই’ ম্যাচ।
সুপার ফোর থেকে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। লিগ পর্বে ধারাবাহিক জয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল অপেক্ষা করছে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ কারা হবে তা দেখার জন্য। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের মুখোমুখি লড়াইটিই হয়ে দাঁড়িয়েছে কার্যত দ্বিতীয় সেমিফাইনাল।
শ্রীলঙ্কা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। সুপার ফোরে তারা হেরেছে বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলের কাছেই। ফলে ভারতের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি লঙ্কানদের জন্য কেবল নিয়মরক্ষার লড়াই, যার কোনো প্রভাব থাকবে না ফাইনালের সমীকরণে।
আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারতের। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে ফাইনালে উঠেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি টাইগারদের। দুইবারই ভারতের কাছে হেরে কেবল রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তাই এবার সুযোগ রয়েছে সেই ক্ষত মুছে দেওয়ার।
ফাইনালে উঠতে পারলে টাইগাররা কেবল প্রতিশোধের ম্যাচই খেলবে না, বরং শিরোপার জন্য নিজেদের সেরা লড়াইও উপহার দেবে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকের ম্যাচের জয় দেখার জন্য।
অন্যদিকে পাকিস্তানের জন্যও আজকের ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ফাইনাল হওয়ার সুযোগ কখনো হয়নি। ইতিহাসে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী অনেক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হলেও, এশিয়া কাপে তাদের এমন লড়াইয়ের সুযোগ আসেনি। তাই পাকিস্তান জিতলে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখবে সমর্থকরা, যা ক্রিকেটবিশ্বে অনন্য উত্তেজনা ছড়াবে।
এছাড়া পাকিস্তান যদি আজ জয়ী হয়, তবে এটি হবে এই আসরে তৃতীয়বার বাংলাদেশ-পাকিস্তানের লড়াই। দু’দলই একে অপরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে আছে, আর এর মধ্যেই সমর্থকদের আশা ম্যাচটি হবে টানটান উত্তেজনায় ভরপুর।
বাংলাদেশি সমর্থকদের কাছে আজকের ম্যাচ যেন একটি আবেগের লড়াই। ফাইনালে ভারতের বিপক্ষে খেলার সুযোগটাই বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানি সমর্থকেরাও চাইছে ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন পূরণ হোক। দুপক্ষের সমর্থকদের তর্ক-বিতর্ক ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তপ্ত হয়ে উঠেছে।
ম্যাচের আগে ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, দুবাইয়ের পিচে শুরুতে বোলাররা সুবিধা পাবেন, পরে সেট ব্যাটসম্যানরা রান তুলতে পারবেন। তাই টসের ভূমিকা হতে পারে নির্ণায়ক। বাংলাদেশের স্পিন আক্রমণ যেমন ভরসা জোগাচ্ছে, তেমনি পাকিস্তানের পেস আক্রমণও ভয়ঙ্কর হতে পারে।
সব মিলিয়ে আজকের লড়াই শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং দুই দেশের ক্রিকেট মর্যাদা রক্ষারও প্রশ্ন। কে উঠবে ফাইনালে—সাকিবের বাংলাদেশ নাকি বাবরের পাকিস্তান? এর উত্তর মিলবে আজ রাতেই।
বাংলাবার্তা/এমএইচ