
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন পরিচালনায় কোনো ধরনের বেআইনি বা অন্যায় নির্দেশনা দেওয়া হবে না এবং কর্মকর্তাদের কেউই কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করবেন না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব, অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “আমি পরিবারের প্রধানের জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা সহজ নয়। এখানে আমরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ দৃশ্যমান, আবার অনেকগুলো অদৃশ্য। এসব সামলে আমাদের এগিয়ে যেতে হচ্ছে।”
নিজেকে একজন ‘পজিটিভ মানুষ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমি সবসময় গ্লাসে অর্ধেক ভরা পানি দেখি। আমরা কঠিন পরিস্থিতিতেও ইতিবাচকভাবে এগিয়ে যেতে চাই। আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন, আমরা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেব।”
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আমরা আইন মেনে চলব। অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। আমরা কোনো বেআইনি নির্দেশনা দেব না, কোনো দলের পক্ষে কাজ করার জন্য আপনাদের বলব না। সঠিক কাজটি সঠিকভাবেই করতে হবে—এটাই আমাদের একমাত্র নির্দেশনা।”
তিনি আরও যোগ করেন, “এই নির্বাচন একটি বিশেষ পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বিশেষ ব্যবস্থাপনা ও বাড়তি সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা নির্ভর করছে আপনাদের ভূমিকার ওপর।”
কর্মকর্তাদের নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে সিইসি তাদের হাত তুলে শপথ করতে বলেন। কর্মকর্তারা আল্লাহকে সাক্ষী রেখে শপথ করেন যে তারা কোনো দলের পক্ষে কাজ করবেন না এবং নির্বাচন আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
সিইসি বলেন, “আপনারা কারো পক্ষে কাজ করবেন না, কোনো রাজনৈতিক দলের পক্ষেও কাজ করবেন না। আমাদের অবস্থান নিরপেক্ষ থাকতে হবে। একমাত্র এভাবেই জাতির কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এছাড়া নির্বাচন কমিশন সচিব, অন্যান্য কমিশনার এবং বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি তার বক্তব্যে আবারও জোর দিয়ে বলেন, “আমাদের সবার লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এজন্য প্রয়োজন আপনাদের নিষ্ঠা, সততা ও নিরপেক্ষ অবস্থান।”
বাংলাবার্তা/এমএইচ