
ছবি: সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে চলমান আন্তঃনগর ট্রেন সার্ভিসে বিশেষ ব্যবস্থা নিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার ছুটির সময়ে চার জোড়া বিশেষ ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালানো হবে, যা পুর্বাঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।
রেল মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে। এই তারিখে ট্রেন দুটি সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী চলবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে পুনরায় আগের মতো অফ-ডে কার্যকর হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূজার ছুটির কারণে যাত্রীদের যাত্রা চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। ট্রেনের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে, যাতে টিকিটধারীদের হয়রানি কমানো যায়।
পুর্বাঞ্চলের যাত্রী চাহিদা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নতুন চার জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলো চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে। রেলওয়ে সূত্র জানায়, এই চার জোড়া ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে, যাতে বিনা টিকেটের যাত্রীদের সমস্যা এড়ানো যায়।
টিকিটধারী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি নজরে রাখার জন্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত ভিজিলেন্স টিম পুরো সময় পর্যবেক্ষণ করবে।
রেলওয়ে কর্তৃপক্ষের মতে, এই বিশেষ ব্যবস্থা পূজার ছুটিতে যাত্রা সহজ ও নিরাপদ করতে সহায়তা করবে। পর্যাপ্ত ট্রেন চালু থাকায় পূজামণ্ডপ, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।
যাত্রীদের প্রতি রেলওয়ে সুপারিশ করেছে, পূজার ছুটির সময় ট্রেনের অনলাইন টিকিট আগেই সংগ্রহ করা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা করা। ট্রেনের ভিড় এড়াতে বিশেষ ট্রেন ও পদ্মা-মধুমতি এক্সপ্রেসের বাতিলকৃত অফ-ডে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।
রেল মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছুটির সময় সকল স্টেশনে পর্যাপ্ত পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বিশেষ ট্রেন চালু ও টিকিট অনলাইনে বিক্রির ফলে যাত্রীদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে, যা পূজার মরশুমে যাত্রী চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাবার্তা/এমএইচ