
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি জয় উপভোগ করা ক্রিকেটার এখন মোস্তাফিজ। মাত্র এক দশকের ক্যারিয়ারে এই অর্জন তাকে নিয়ে গেছে দেশের সেরাদের সেরা তালিকার শীর্ষে।
বাংলাদেশের হয়ে লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন চার তারকা—সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এদের মধ্যে সবচেয়ে কম সময় খেলেছেন তামিম ইকবাল, প্রায় ১৩ বছরের মতো। সাকিব খেলেছেন দেড় যুগের বেশি, রিয়াদের ক্যারিয়ার ১৭ বছর আর মুশফিকের ১৬ বছর। এত দীর্ঘ ক্যারিয়ারের পরও জয়ের হিসাবে সবাইকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ, যিনি অভিষেকের মাত্র ১০ বছরের মাথায় পৌঁছে গেছেন শীর্ষে।
গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হয়ে গেল মোস্তাফিজুর রহমানের জন্য এক স্মরণীয় দিন। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয়। চার ওভার বল করে মাত্র ১৯ রান দিয়েছেন, নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ বড় রান তুলতে ব্যর্থ হয়। বাংলাদেশও ব্যাট হাতে চমৎকার জবাব দিয়ে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে নেয় ম্যাচ।
মোস্তাফিজুর রহমানের বর্তমান জয় সংখ্যা ৫৩। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে, যার জয় সংখ্যা ছিল ৫২। সাকিব ১২৯ ম্যাচে এই জয় পেয়েছেন, হারতে হয়েছে ৭৫ বার। ফিজ খেলেছেন ১১২ ম্যাচ, হার ৫৭টিতে। এই তুলনাই প্রমাণ করে মোস্তাফিজ কতটা কার্যকর ছিলেন।
তালিকায় এরপর আছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ, দুজনেরই জয় সংখ্যা ৪৯ করে। মুশফিকুর রহিমের জয় ৩৭টি, তামিম ইকবালের ২৩টি। এভাবেই বাংলাদেশের ক্রিকেটে জয় সংখ্যার তালিকায় সবার ওপরে এখন মোস্তাফিজ।
শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, বিশ্ব ক্রিকেটে জয় সংখ্যার তালিকা তাক লাগানো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। হিটম্যান ১৫৯ ম্যাচে জিতেছেন ১০৯টিতে। একশোর গণ্ডি আর কারো নেই। পাকিস্তানের শোয়েব মালিক ৮৬ জয় নিয়ে দ্বিতীয় স্থানে। বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৮১ ও আফগানিস্তানের মোহাম্মদ নবি জিতেছেন ৮০ ম্যাচ।
তবে শুধু টি-টোয়েন্টি লিগ ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ম্যাচ মিলিয়ে হিসাব ধরলে সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কেইরন পোলার্ড। তিনি ৭১৩ ম্যাচের মধ্যে জয় পেয়েছেন ৩৮৭টিতে। শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনও তিনশোর বেশি জয় উপভোগ করেছেন।
বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক জয়ী ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি খেলেছেন ৪৫৮ টি-টোয়েন্টি, জয় পেয়েছেন ২৩৫টিতে। দ্বিতীয় স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ, যার জয় সংখ্যা ১৫৮। যদিও আন্তর্জাতিক অঙ্গনে জয় সংখ্যায় সবার ওপরে চলে গেছেন মোস্তাফিজ, তবে সামগ্রিকভাবে সাকিবের রেকর্ড এখনো অদ্বিতীয়।
মাত্র এক দশকে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল ক্রিকেটারের মুকুট এখন মোস্তাফিজের মাথায়। কাটার মাস্টার ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম। এবার জয় সংখ্যার তালিকায়ও তিনি লিখে দিলেন নিজের নাম স্বর্ণাক্ষরে। দীর্ঘ ক্যারিয়ারের ক্রিকেটারদের ছাড়িয়ে এত দ্রুত এই সাফল্য পাওয়াটা প্রমাণ করে মোস্তাফিজ এখনো বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের নির্ভরতার আরেক নাম।
বাংলাবার্তা/এমএইচও