
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান করদাতাদের আয়কর রিটার্ন তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ই-টিআইএন থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিল করেন না, তাদের বিরুদ্ধে কর কমিশনাররা নোটিশ জারি করবেন এবং আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কর আরোপ ও আদায়ের কার্যক্রম চালাবেন।
এ নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁও রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভায়। সভায় চেয়ারম্যান কমিশনারদের প্রতি মাসে রাজস্ব আহরণ, করফাঁকি উদঘাটন এবং দাখিলকৃত রিটার্ন প্রক্রিয়াকরণ সংক্রান্ত তথ্য উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন।
এছাড়া প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে করফাঁকি প্রতিরোধ করতে এবং রাজস্ব আদায় বেগবান করতে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআরের মনিটরিং সদস্যরা প্রতি সপ্তাহে একজন কমিশনারের সঙ্গে সভা করে নন-ফাইলারদের কার্যক্রম, অডিট মামলা নিষ্পত্তি, এবং প্রসেসিং কার্যক্রমের অগ্রগতি চেয়ারম্যানকে প্রতিবেদন করবেন।
চেয়ারম্যান আরও নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এবং অনলাইন রিটার্ন দাখিলের মতো বন্ডের সমস্ত কার্যক্রম অনলাইনে সম্পাদন বাধ্যতামূলক করতে। প্রতিটি সেবার জন্য সময়সীমা নির্ধারণ এবং নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ডের মাধ্যমে আমদানি করা কাঁচামাল ও পণ্য বাজারে বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আমাদানিকারকের লাইসেন্স বাতিল করা হবে।
সভায় কাস্টমস কমিশনারদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ট্রেড ফ্যাসিলিটেশন নিশ্চিত করতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। সন্দেহের ভিত্তিতে বিন লক না করে অতীত রেকর্ডের ভিত্তিতে রাজস্ব ঝুঁকি বিবেচনায় রেখে সঠিক কার্যক্রম নিতে হবে। অহেতুক লকিংয়ের কারণে সৎ আমদানি-রপ্তানিকারকদের ক্ষতি করা যাবে না।
ভ্যাট কমিশনারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, ভ্যাট আইন যথাযথভাবে প্রয়োগ করে প্রযোজ্য কর আদায় করতে হবে। যারা নিয়ম মেনে ভ্যাট পরিশোধ করছেন, তাদের ওপর অহেতুক চাপ প্রয়োগ করা যাবে না। ভ্যাট ফাঁকি প্রতিরোধ এবং নতুন ভ্যাট নিবন্ধন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআরের এই পদক্ষেপের লক্ষ্য কর আদায় বৃদ্ধি, বন্ড সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা।
বাংলাবার্তা/এসজে