
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনি আবারও প্রেমের খবরে সরগরম বিনোদন জগৎ। অনেকদিন ধরেই তার ব্যক্তিগত জীবন ভক্তদের কাছে আলোচনার বিষয় হয়ে আছে। সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এ বছরের শুরুতে বেশ গুঞ্জন ছড়িয়েছিল। একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং প্রকাশ্য উপস্থিতি তাদের সম্পর্ককে প্রায় নিশ্চিত করে তুলেছিল। এমনকি পরীমনির একটি মামলায় জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে।
তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি—এমন দাবি উঠে আসে বিনোদন মহলে। একসময় তাদের একসঙ্গে দেখা যাওয়া বন্ধ হয়ে যায়, এবং শোনা যায় সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু হঠাৎ করে আবারও গুঞ্জনের আগুন জ্বলে ওঠে ছেলে পুণ্যের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সেই আয়োজনে উপস্থিত ছিলেন শেখ সাদীও। পরীমনির জীবনে তার পুনঃপ্রবেশ ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি করে।
কিন্তু মূল আলোচনার জন্ম দেন স্বয়ং পরীমনি। মাসের শেষ সপ্তাহে তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সানগ্লাস পরে এলোমেলো চুলে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লিখেছেন—“এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।” তার এই সংক্ষিপ্ত কিন্তু গভীর ইঙ্গিতপূর্ণ বাক্য ভক্তদের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে—“সে” আসলে কে?
ক্যাপশন ঘিরে অসংখ্য মন্তব্য ভেসে আসে। কেউ সরাসরি প্রশ্ন করেন—“প্রেমিক কে?” কেউ রসিকতা করে লেখেন—“সাদী আউট, নিউ ইন।” আবার কেউ সমর্থন জানিয়ে মন্তব্য করেন—“ভালোবাসাই শক্তি।” অন্যদিকে ভক্তদের অভিমানও ঝরে পড়ে বিভিন্ন মন্তব্যে—“আমরা ভেবেছিলাম তুমি আর প্রেমে পড়বে না।”
পরীমনি বরাবরের মতোই খোলামেলা। প্রেম, বন্ধুত্ব কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা—সবকিছুই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করতে দ্বিধা করেন না। তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো সবসময় আলোচনার জন্ম দেয়। আর এবারও সেটাই হলো। আগের প্রেম ভেঙে যাওয়ার পর নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে তিনি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন।
বাংলাবার্তা/এমএইচও