
ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলকে সামনে রেখে আবারও বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার (২৯ আগস্ট) দল ঘোষণা করেছে বিসিবি। নতুন করে গঠিত এ দলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে আজিজুল হাকিম তামিমকে।
যুবাদের সাম্প্রতিক সফর বেশ ব্যস্ততায় কেটেছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে টানা সিরিজ খেলেছে তারা। সেখান থেকে দেশে ফিরেই আবার শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের গুরুত্ব অনেক। তাই বিশ্রামের সুযোগ কম দিয়ে প্রস্তুত করা হচ্ছে খেলোয়াড়দের।
সিরিজ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, এরপরের ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সঞ্চয়ের বড় সুযোগ। ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো কিছু করবে বাংলাদেশ।
দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন—জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজকে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দলে অভিজ্ঞ ও নতুন মুখের মিশেল ঘটানো হয়েছে। ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করার পাশাপাশি বোলিং বিভাগেও ভরসা রাখা হয়েছে কয়েকজন তরুণ পেসার ও স্পিনারের ওপর।
বিসিবির নির্বাচকরা মনে করছেন, এই সিরিজের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দল গঠনের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রতিভা উঠে আসবে। ইংল্যান্ডের বিপক্ষে লড়াই শুধু জয়ের হিসাব নয়, একই সঙ্গে ক্রিকেটীয় পরিপক্বতা ও মানসিক দৃঢ়তা গড়ারও সুযোগ এনে দেবে।
বাংলাবার্তা/এমএইচও