
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অনেক দিন ধরেই সিনেমার পর্দায় অনুপস্থিত। নিয়মিত কাজ থেকে নেওয়া দীর্ঘ বিরতিকে তিনি কাজে লাগাচ্ছেন ভ্রমণের জন্য। কাজের ব্যস্ততা যখন থাকে না, তখনই সুযোগ খুঁজে নেন দেশের বাইরে ঘুরে বেড়ানোর। কখনো কাজের সূত্রে, আবার কখনো সম্পূর্ণ অবকাশ কাটানোর জন্য বেরিয়ে পড়েন বিদেশের পথে। এর আগেও শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুরসহ বেশ কিছু দেশে ঘুরতে দেখা গেছে তাকে। আর প্রতিটি ভ্রমণেই নিয়মিত সফরসঙ্গী থাকেন তার স্বামী সনি পোদ্দার। এবারের ভ্রমণও তার ব্যতিক্রম নয়। স্বামীকে সঙ্গী করেই এবার মিম উড়াল দিলেন থাইল্যান্ডে।
সম্প্রতি থাইল্যান্ড সফর থেকে সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে নিজের অবকাশের মুহূর্তগুলো শেয়ার করেছেন মিম। ভক্তদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করা ছবিগুলো দ্রুতই ভাইরাল হয়েছে। তার ভ্রমণকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
গত মঙ্গলবার মিম পোস্ট করেন ব্যাংককের একটি কফিশপে তোলা কয়েকটি ছবি। সেখানে হালকা বেগুনি রঙের পোশাকে কখনো হাতে পানীয় নিয়ে, আবার কখনো জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে তার আভিজাত্যপূর্ণ ভঙ্গিমা ও স্টাইলিশ লুক প্রশংসা কুড়িয়েছে।
পরদিন বুধবার (২৭ আগস্ট) কো চ্যাং দ্বীপ থেকে সমুদ্রপাড়ের বেশ কিছু ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন দুজন। শান্ত পরিবেশে দুজনের সেই রোমান্টিক মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।
বৃহস্পতিবার আবারও একই স্থান থেকে নতুন কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী। এবার তিনি সাদা পোশাকে হাজির হন ক্যাফের সামনে, যেখানে হাসিমুখে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। আরেক ছবিতে ধরা পড়ে পাহাড় ও সমুদ্রের পটভূমিতে তাদের অবকাশের অনন্য মুহূর্ত। প্রকৃতির সৌন্দর্য আর দাম্পত্য রোমান্স যেন একসঙ্গে মিশে গেছে সেই দৃশ্যগুলোতে।
মিমের এই সফরের ছবিগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মাঝে ভাইরাল হয়ে যায়। অসংখ্য নেটিজেন তার রোমান্টিক মুহূর্তের ছবিতে শুভকামনা জানান। বিশেষ করে তার পোশাক, লুক এবং স্টাইল নিয়ে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। অনেকেই লিখেছেন, “মিমকে সবসময়ই আলাদা ও গ্ল্যামারাস দেখায়।” আবার কেউ কেউ বলেছেন, “দাম্পত্য জীবনের সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হতে ভালো লাগে।”
বিদ্যা সিনহা মিম শুধু অভিনয়ে নয়, ব্যক্তিগত জীবন ও ভ্রমণপ্রেমের কারণেও আলোচনায় থাকেন। সিনেমার শুটিং বা কাজের ফাঁক পেলেই তিনি বিদেশ সফরে বেরিয়ে পড়েন। তার সামাজিক মাধ্যমের নিয়মিত ভ্রমণ পোস্ট প্রমাণ করে, জীবন উপভোগ করার ক্ষেত্রে তিনি ভিন্ন মাত্রা যোগ করতে জানেন।
থাইল্যান্ড সফরের এই রঙিন মুহূর্তগুলো আবারও প্রমাণ করল, অবসরের সময়টাকে জীবনের আনন্দঘন মুহূর্তে রূপ দিতে মিম ও তার স্বামী কতটা পারদর্শী।
বাংলাবার্তা/এমএইচও