ছবি : সংগৃহীত
গুম সংক্রান্ত কমিশনে এক হাজার ছয় শতাধিক অভিযোগ দাখিল হয়েছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য দিয়েছেন।
আজ মঙ্গলবার কমিশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মইনুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের কিভাবে গ্রেপ্তার বা আট করবে, সে বিষয়ে বিস্তারিত গাইড লাইন রয়েছে। কিন্তু তা মানা হয়নি। আইজিপি দেশের বাইরে রয়েছেন, তিনি ফিরলে কমিশনে নিয়ে আসব। একটা সার্কুলার দিতে বলব। এতে মানুষের দুর্ভোগ কমবে, আর ভায়োলেন্সও হবে না। গুমের সঙ্গে জড়িতদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেওয়ার সময় গত ৩১ অক্টোবর মাসে শেষ হয়েছে।
অন্তর্বর্তী সরকার গত ২৭ আগস্ট গুম কমিশন গঠন করে। কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে সকল গুমের ঘটনার অভিযোগ জানানোর সুযোগ রাখা ছিল
অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের সদস্যরা হলেন- হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।
বাংলাবার্তা/এমআর