ছবি : সংগৃহীত
বাংলাদেশে অনলাইন জুয়া আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্ম পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এতে ইন্টারনেটের অপব্যবহারে বাড়ছে নানান আসক্তি। ফলে তরুণদের মানসিক চাপ ও বিষণ্নতা বেড়েই চলেছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন দেশে পর্নোগ্রাফি ও জুয়ার সকল লিংক ও সাইট বন্ধের দাবি জানিয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এ দাবি জানান।
তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ১২ হাজারের বেশি অনলাইন জুয়ার সাইট বন্ধ করেছিল। একই সঙ্গে পর্নোগ্রাফির অসংখ্য সাইট বন্ধ হয়েছিল। তবে সামগ্রিকভাবে কার্যক্রমগুলো বন্ধ করা যায়নি। পরে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারেনি বিটিআরসি। ফলে সম্প্রতি অনলাইনে পর্নো ও জুয়া বেড়ে গেছে।
একটি গবেষণা বলছে, বাংলাদেশে কিশোর-কিশোরীদের অন্তত ৬৩ শতাংশ ইন্টারনেটে আসক্ত। কিশোর-কিশোরীদের ৬২.৯ শতাংশই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। ফলে ৭৬.৬ শতাংশ বিষণ্নতায় ভুগছে তারা।
বাংলাবার্তা/এমআর