
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি সংগৃহীত)
বিএনপি হরতাল অবরোধ ডেকে জ্বালাও পোড়াও করে যাচ্ছে। যাত্রীসহ বাসে আগুন দিচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গাজীপুরে রেললাইন কাটা এবং ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুতের ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন মানে মানুষ হত্যা করা।
তিনি আরও বলেন, ‘আমি ঠিক জানি না, মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কী আন্দোলন হয় সেটা আমার জানা নেই। আমরাও আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যা। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একটু চিন্তা করে দেখুন, রেললাইন ফেলে দিয়ে, প্রায় ৮টা বগি পড়ে যায়, একজন মানুষ মারা যায়, কয়েকজন আহত। তাদের উদ্ধার করা হয়েছে। তার মানে হচ্ছে রেলের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করা।’
বাংলাবার্তা/এসএ