
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একাধিক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্তত চারটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের কারণে বৃষ্টির এই প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে সামনের কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে চারটি প্রধান বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা
সোমবারের মতোই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে এই দিনে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা
এদিনের পূর্বাভাসে দেখা যায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনে তাপমাত্রা কিছুটা কমলেও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা
বৃষ্টিপাত আরও বিস্তৃত হতে পারে। দেশের সব বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা
বৃষ্টির এই প্রবণতা সপ্তাহের শেষ দিনেও অব্যাহত থাকবে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, সম্ভাব্য লঘুচাপ এবং টানা বর্ষণের ফলে দেশের কিছু অঞ্চলে জলাবদ্ধতা, ভূমিধস (বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে) এবং নদী অঞ্চলে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কৃষি, মৎস্য ও নির্মাণ খাতে কর্মরত ব্যক্তিদের জন্য এই বৃষ্টিপাত ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য ভারি বৃষ্টিপাত বিবেচনায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ধারাবাহিক পূর্বাভাস অনুযায়ী, দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি আগামী সপ্তাহজুড়েই বৃষ্টিপ্রবণ থাকবে। বিশেষ করে চারটি বিভাগ—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট—এ ভারি বর্ষণের কারণে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া, নদী বা সাগরে যাতায়াত, পাহাড়ি এলাকায় অবস্থান—এসব ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাবার্তা/এমএইচ