
ছবি: সংগৃহীত
পাকিস্তানের ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত ৫৯ জন পিটিআই নেতাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। এতে দলের উচ্চ পর্যায়ের নেতা ওমর আইয়ুব, শিবলি ফারাজ, জারতাজ গুলসহ আরও অনেকে আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ৯ মে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা রানা সানুল্লাহর বাসভবনে হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন।
মোট ১০৯ জন আসামির মধ্যে ৭৫ জনকে সাজা দেওয়া হয়েছে এবং ৩৪ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া শেখ রশিদ জাভেদ ও অন্যান্য পিটিআই কর্মীদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনা ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআইর জন্য নতুন আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে।
এ মাসের শুরুতে লাহোরের আদালত আরও কয়েকজন পিটিআই নেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এদের মধ্যে ড. ইয়াসমিন রশিদ, সিনেটর ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ, পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা উল্লেখযোগ্য। পাশাপাশি, ইমরান খানের ভাগনে শেরশাহ ও শাহরেজকে গ্রেপ্তার করা হয়েছে ৯ মে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে।
২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পিটিআই সমর্থকরা লাহোরের কর্পস কমান্ডার হাউস এবং বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এই ঘটনায় সামরিক ও বেসামরিক স্থাপনাগুলিও লক্ষ্যবস্তু হয়। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে ইমরান হেফাজতে নেওয়ার পর এই উত্তেজনা সৃষ্টি হয়। গ্রেপ্তারের পর অনেক নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে অনেকেই এখনও কারাগারে রয়েছেন।
বাংলাবার্তা/এমএইচও