
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ক্যাম্পাসে উত্তাপ চরমে। সোমবার থেকে প্রচারণার প্রথম দিনেই বিভিন্ন প্যানেল চমকপ্রদ কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নজর কাড়ছে। প্রার্থীরা প্রতিটি এলাকা ঘুরে জনসংযোগ, পুষ্পস্তবক অর্পণ ও কবরজিয়ারতের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন।
এই নির্বাচনে ৪৭১ প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা: ভিপি ৪৫, জিএস ১৯, এজিএস ২৫। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭, কমনরুম ও রিডিংরুম সম্পাদক ১১, আন্তর্জাতিক সম্পাদক ১৪, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯, ক্রীড়া সম্পাদক ১৩, ছাত্র পরিবহণ সম্পাদক ১২, সমাজসেবা সম্পাদক ১৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক ১১, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৫ এবং সাধারণ সদস্য ২১৭ জন।
প্যানেলভিত্তিক প্রচারণা
-
ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছে।
-
সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল সকাল থেকেই গণসংযোগ চালাচ্ছে।
-
প্রতিরোধ পর্ষদ প্যানেল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সমাজবিজ্ঞান অনুষদে জনসংযোগ করেছে।
-
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রচারণা কার্যক্রম শুরু করেছে।
প্রার্থী উমামা ফাতেমা বলেন, “প্রচারণা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করবে না। আমরা চাই প্রশাসন বিধি মেনে কাজ করবে।” ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি আবিদুল ইসলাম খান বলেন, “আমাদের প্রচারণা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় উৎসর্গিত।”
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম যৌথভাবে দায়িত্ব পালন করবে। ভোট গণনার সময় অনুমোদিত ব্যক্তিদের ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে। নির্বাচনের দিন মেট্রোরেল ও ক্যাম্পাস বন্ধ থাকবে। ভোটারদের সুবিধার্থে অতিরিক্ত বাস সার্ভিস চালানো হবে।
এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী উত্তেজনা শুরুর দিন থেকেই চোখে পড়ার মতো। প্যানেলগুলো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যস্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ক্যাম্পাসে উত্তাপ ও নিরাপত্তা থাকবে মূল বিষয়।
বাংলাবার্তা/এমএইচও