
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এখন বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান। তিনি এই পদে দায়িত্ব গ্রহণের পর সংস্থার পরিচালনা পর্ষদ ও কার্যক্রম তদারকিতে প্রধান ভূমিকা পালন করবেন। তার নতুন নিয়োগের প্রজ্ঞাপন মঙ্গলবার (২৬ আগস্ট) বিমান মন্ত্রণালয় জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইনের আওতায় সরকারের ক্ষমতার ভিত্তিতে ‘দ্যা কোম্পানিজ অ্যাক্ট’-এর অনুচ্ছেদ ৫১ অনুযায়ী বাণিজ্য ও বিমান উপদেষ্টা হিসেবে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলে দায়িত্ব গ্রহণ করেছেন।
শেখ বশিরউদ্দীন বর্তমানে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন—বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন। তিনি ২০২৪ সালের ১০ নভেম্বর বাণিজ্য ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। চলতি বছরের ১৫ এপ্রিল বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেওয়া হয়।
তার আগের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী ২০২৪ সালের ১৯ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন চেয়ারম্যান হিসেবে শেখ বশিরউদ্দীন বিমানের কার্যক্রমের সব পর্যায়ের তদারকি করবেন। এর মধ্যে রয়েছে—পরিচালনা পর্ষদে নীতি প্রণয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকি, ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণ, বিমান সেবার মান উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান এবং টিকিটের মূল্য নিয়ন্ত্রণ।
উল্লেখযোগ্য হলো, তার নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভবিষ্যৎ নীতি ও কার্যক্রম উন্নত মানের, নিরাপদ ও সাশ্রয়ী সেবা প্রদানে বিশেষ গুরুত্ব পাবে। বাণিজ্য ও বিমান মন্ত্রণালয় এবং সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তিনি দেশের বিমান পরিবহণ খাতের স্থিতিশীলতা ও সম্প্রসারণ নিশ্চিত করবেন।
বাংলাবার্তা/এসজে