
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, অনুমোদিত খসড়া রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে। এটি নির্বাচনের প্রস্তুতি ও সূচনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।
ইসি জানিয়েছে, নির্বাচনের অংশীজনদের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে। প্রথম পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। এই সংলাপ নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি চলছিল ইসিতে। শুনানিতে বিশেষভাবে সাঁথিয়াকে কেন্দ্র করে পাবনা-১ আসন গঠনের দাবি উঠে এসেছে। স্থানীয় জামায়াত সমর্থিতরা এই দাবি তুলেছেন। এছাড়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন বেড়া ও সুজানগরকে মিলিয়ে আরেকটি আসন করার প্রস্তাব দিয়েছেন। তবে ইসির প্রকাশিত খসড়া অনুযায়ী সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ ইসির প্রতি সমর্থন জানায় স্থানীয় বিএনপি নেতারা।
শুনানি চলাকালে সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা চিলমারী উপজেলার রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন করেছেন। কমিশন এই সব দাবি ও আপত্তি বিবেচনা করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করবেন।
গত ৩০ জুলাই কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করেছিল। এরপর থেকে শেষ দিনে এই শুনানি সম্পন্ন হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শুনানিতে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে, খসড়া রোডম্যাপের চূড়ান্ত প্রকাশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি আরও গতিশীল ও স্বচ্ছ হবে। দেশের প্রতিটি ভোটার ও রাজনৈতিক দল এই রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
বাংলাবার্তা/এমএইচও