
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে বুধবার (২৭ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বাড়ানো হয়। গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন, মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ ২৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
নির্বাচনের তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত আসে শিক্ষার্থীদের নানা যৌক্তিক দাবি-দাওয়ার ভিত্তিতে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে দীর্ঘ আলোচনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—
-
ভোটের তারিখ পিছিয়ে নতুন সময় ঘোষণা করা,
-
ভোটকেন্দ্রগুলো হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর করা,
-
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা,
-
ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের দাবি এবং অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করেই নির্বাচন পিছিয়ে একটি যৌক্তিক তারিখ নির্ধারণ করা হয়েছে।”
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২৮ জুলাই। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ভোট হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময় আগেই বাড়ানো হয়েছিল।
এদিকে নতুন সিদ্ধান্তে শিক্ষার্থীদের একটি অংশ সন্তোষ প্রকাশ করলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মতে, একাধিকবার তারিখ পরিবর্তন অনিশ্চয়তা তৈরি করছে। তবে কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য।
বাংলাবার্তা/এমএইচও