
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারপ্রক্রিয়া মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সোমবার (২৫ আগস্ট) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনের ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল। তবে পরে আপিল ও পুনঃযাচাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হলেও কঠোরভাবে আচরণবিধি মানা হবে। এখন পর্যন্ত গুরুতর কোনো লঙ্ঘন লক্ষ্য করা যায়নি। তবে যদি কোনো প্রার্থী বা তাদের সমর্থকের দ্বারা অনৈতিক কার্যক্রম দেখা যায়, তা লিখিতভাবে জানালে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এদিন সকাল ১১টায় সকল ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে একটি বিশেষ মিটিং অনুষ্ঠিত হবে। এতে নির্বাচনী আচরণ, প্রচারণার নিয়মাবলী এবং নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফর জানিয়েছে, ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চাওয়া শিক্ষার্থীরা ২৭ আগস্টের মধ্যে লিখিত আবেদন জমা দিতে পারবেন। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে তা প্রত্যাহার করা হয়েছে, তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দফতরের জন্য তালিকাটি উন্মুক্ত রাখা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ বা ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় স্থানে প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরণের লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, এই নির্বাচন শিক্ষার্থীদের মতামত, নেতৃত্ব ও অংশগ্রহণের স্বাধীনতা প্রতিফলিত করবে। ভোটাররা তাদের প্রিয় প্রার্থীদের নির্বাচন করার মাধ্যমে শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন করবেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা ও সুবিধা তুলে ধরা হবে।
বাংলাবার্তা/এমএইচও