
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে সকাল ৭টার দিকে তাদের আদালতে তোলা হয়।
এদিকে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন। এ ছাড়া তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান।
সাবেক আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। সেবারই তাঁকে আইনমন্ত্রী করা হয়।
বাংলাবার্তা/এআর