
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার (২৬ আগস্ট) শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে অনুষ্ঠিত এই শুনানিতে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও আরও কয়েকটি দলের আবেদনের ওপর বিস্তারিত যুক্তি উপস্থাপন করা হয়। পরবর্তী শুনানি বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।
২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। এই রায়ের পর জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং গেজেটে প্রকাশিত হয়। এই সংবিধান সংশোধনীর ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়।
অ্যাডভোকেট এম সলিমউল্লাহসহ অন্য আইনজীবীরা ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে রুল দেন, তবে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ ঘোষণা করেন। পরে ২০০৫ সালে সরাসরি আপিলের মাধ্যমে এ রায় আপিল বিভাগে আসে।
রিভিউ আবেদনের তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ আরও চার বিশিষ্ট ব্যক্তি, এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন।
বিচারপতিরা আগামী শুনানিতে আবেদনকারীদের যুক্তি পুনর্বিবেচনা করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রিভিউ শুনানি দেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এই রিভিউ শুনানি চলমান রাজনৈতিক পরিবেশ, সংবিধানগত অধিকার ও নির্বাচন পরিচালনার দিক থেকে দেশের রাজনৈতিক চিত্রে নতুন আলোচনার দ্বার খুলতে পারে।
বাংলাবার্তা/এমএইচও