
ছবি: সংগৃহীত
কারা অধিদফতরের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, এখনও ৭০০-এর বেশি কয়েদি পলাতক রয়েছে, যার মধ্যে ৯ জন জঙ্গি। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
মহাপরিদর্শক বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর দুই হাজারের বেশি কয়েদি পলাতক হয়েছে। বর্তমানে এখনও ৭০০-এর বেশি পলাতক রয়েছে। তাদের দ্রুত খুঁজে বের করার জন্য কারা অধিদফতর নানা পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও জানান, কারাগারে লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধার করার কাজ চলমান। এই অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, “মাদকদ্রব্য ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে কারা অধিদফতর কঠোর অবস্থানে রয়েছে। আমরা বন্দিদের উৎপাদনশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এবং বন্দি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।”
এছাড়া মহাপরিদর্শক বলেন, “ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ রাখে।”
বৃহৎ এই উদ্যোগগুলো কারা ব্যবস্থাকে আরও কার্যকর, নিরাপদ এবং উৎপাদনশীল করার লক্ষ্যে নেওয়া হয়েছে। বিশেষভাবে, জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য পর্যবেক্ষণ বাড়ানো হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচও